লোকসভা ভোটের আগে ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী, ডাকা হল বৈঠক

লোকসভা ভোটের আগেই ব্যাপক শোরগোল পড়ে গেল রাজ্যে। শোনা যাচ্ছে, য কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী। আসলে ভোটের আগে হরিয়ানা (Haryana)-র রাজ্য রাজনীতিতে শোরগোল…

লোকসভা ভোটের আগেই ব্যাপক শোরগোল পড়ে গেল রাজ্যে। শোনা যাচ্ছে, য কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী। আসলে ভোটের আগে হরিয়ানা (Haryana)-র রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)-কে সরানো হতে পারে।

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সঞ্জয় ভাটিয়া ও নয়াব সাইনি। হরিয়ানা মন্ত্রিসভাও ইস্তফা দিতে পারে। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে মঙ্গলবার হরিয়ানা বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চণ্ডীগড়ের হরিয়ানা নিবাসে মুখ্যমন্ত্রী মনোহর লালের সভাপতিত্বে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সব বিধায়ক ও মন্ত্রীরা। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপি সমর্থিত নির্দল বিধায়করাও। একই সঙ্গে হরিয়ানা বিজেপির ইনচার্জ বিপলভ দেবও চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা বিজেপির সভাপতি নায়াব সাইনিও।

২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার মনোহর লাল সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। বর্তমানে বিজেপি ও জেজেপির জোট সরকার রয়েছে সেখানে। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ৯০টি আসনের মধ্যে ৪০টি আসন জিতেছিল। কিন্তু তা সংখ্যাগরিষ্ঠের অঙ্ক ছুঁতে পারেনি। কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। একই সময়ে জনতা জননায়ক পার্টি ১০টি আসনে জয়লাভ করে এবং বিজেপি জেজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে।