Murshidabad: গুজরাটি পাঠানের নামে জ্বলছে তৃণমূল, দলকেই হারাবার হুমকি হুমায়ুন কবীরের

পঞ্চায়েত ভোটে নিজ অনুগামীদের প্রার্থী করতে না পেরে নির্দল হিসেবে ভোটে লড়িয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। লোকসভা ভোটের আগেও তাঁর হুঙ্কার…

Mamata Banerjee

পঞ্চায়েত ভোটে নিজ অনুগামীদের প্রার্থী করতে না পেরে নির্দল হিসেবে ভোটে লড়িয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। লোকসভা ভোটের আগেও তাঁর হুঙ্কার শুরু হয়েছে। বহরমপুর কেন্দ্রের তৃ়নমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে মেনে নিতে না পেরে সরাসরি দলকেই হারানোর চ্যালেঞ্জ দিলেন কবীর। ভরতপুরের বিধায়ক বলেন, নতুন দল করবেন।

বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস ও বাম জোটের প্রার্থী অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। দেশের চর্চিত ক্রিকেটার গুজরাটি। মোদী-অমিত শাহর রাজ্যবাসী পাঠানকে বহরমপুরে প্রার্থী করে চমকে দিয়েছেন তৃ়নমূল নেত্রী। আর পাঠানের নাম দেখার পরেই মুর্শিদাবাদে তৃ়নমূল ছাড়ার হিড়িক লেগেছে। দলে দলে তৃণমূল ছেড়ে অধীর শিবিরে অর্থাত কংগ্রেসে সামিল হচ্ছেন। সবার এক কথা গুজরাটি-অবাঙালি প্রার্থী মানব না।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে সরাসরি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বী হতে আহ্বান জানান। তাঁর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে সামিল হন বহু নেতা কর্মী।  ভরতপুরের হুমায়ূন কবীরের অনুগামীরাও বিদ্রোহে নামছেন বলে জানা যাচ্ছে। এই তালিকায় সামিল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার বিধায়ক শাহিনা মমতাজ, জলঙ্গীর বিধায়ক আব্দুল রেজ্জাক। এই তৃণমূল কংগ্রেস বিধায়করাও হুমায়ূন কবীরের নতুন দলে জুড়তে পারেন বলে মনে করা হচ্ছে। কবীরের বিরুদ্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও পদক্ষেপ নিলেই তারাও একযোগে পদত্যাগ করবেন।

পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ও বাম জোটের সঙ্গে তৃণমূলের লাগাতার সংঘর্ষ হয়েছিল। জেলার ডোমকল, কান্দি, ভগবানগোলা সহ সর্বত্র ছিল রক্তাক্ত পরিস্থিতি। গণনায় রিগিং অভিযোগ ওঠে। জেলাপরিষদ তৃণমূল দখলে গেলেও ফলাফলে কংগ্রেস-বাম জোটের ভোট তৃণমূলকে চিন্তায় রেখেছে। মনে করা হচ্ছে, মুর্শিদাবাদ কেন্দ্রটিতে কংগ্রেস সমর্থন করবে সিপিআইএমকে।