জঙ্গি তহবিলে অনুদান সূত্র, ১১ রাজ্যে ED-NIA যৌথ অভিযান

এবার জঙ্গি কার্যলাপে টাকা দেওয়ার মামলায় দেশের ১০ জায়গায় ED ও NIA যৌথভাবে তল্লাশি অভিযানে নামল। অভিযোগ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) ও এর সাথে…

এবার জঙ্গি কার্যলাপে টাকা দেওয়ার মামলায় দেশের ১০ জায়গায় ED ও NIA যৌথভাবে তল্লাশি অভিযানে নামল। অভিযোগ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) ও এর সাথে সম্পর্কিত বিভিন্ন গোষ্ঠির লেনদেন জানতে সারা দেশে অভিযান চলছে। তদন্তের মূল লক্ষ্য সন্ত্রাসবাদী কাজে অর্থ সাহায্য ও শিবির চালানোর বিষয়ে সূত্র উদ্ধার।

উত্তরপ্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, বিহার,ঝাড়খণ্ড ও তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে পিএফআই সদস্যদের খোঁজে তল্লাশিতে নেমেছে এনআইএ। ১১ টি রাজ্য থেকে পিএফআই সংশ্লিষ্ট ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পিএফআই জাতীয় সভাপতি ওএমএস সালাম এবং দিল্লি সভাপতি পারভেজ আহমেদকে গ্রেফতার করেএনআইএ দিল্লি সদর দফতরে নিয়ে আসা হবে বলেই খবর। এনআইএ অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

   

পিএফআই সংশ্লিষ্টরা দাবি করেছে, তাদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনে দমননীতি প্রয়োগ চলছে। আর এনআইএ দাবি, এই সংগঠনটির সঙ্গে জঙ্গি যোগ মিলছে। বিপুল সংখ্যক পিএফআই সদস্যদের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য পেয়েই জাতীয় তদন্তকারী সংস্থা ব্যাপক অভিযান চালাচ্ছে।