স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের কামরা খুঁজে পেতে হিমশিম অবস্থা? একেবারে সহজ সমাধান পূর্ব-রেলের

ট্রেনে করে যাবেন দূরের গন্তব্যে। টিকিট রিজার্ভ করা। কামরা নম্বরও জানেন। স্টেশনে পৌঁছে গিয়েছেন বেশ খানিকটা আগেই। ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তাও জানেন না। ভাবছেন…

Eastern Railway is installing train indication board and coach indication board at the station for passenger convenience, যাত্রী সুবিধায় স্টেশনে কামরা ও প্ল্যাটফর্ম ইন্ডিকেশন বোর্ড বসাচ্ছে পূর্ব রেল

ট্রেনে করে যাবেন দূরের গন্তব্যে। টিকিট রিজার্ভ করা। কামরা নম্বরও জানেন। স্টেশনে পৌঁছে গিয়েছেন বেশ খানিকটা আগেই। ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তাও জানেন না। ভাবছেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে ট্রেনটি। টিকিটে লেখা আপনার ট্রেনের কামরা প্ল্যাটফর্মের কোনখানটায় হবে? এরপরই এল ট্রেন। জানতে পারলেন প্ল্যাটফর্ম নম্বর। কিছুটা স্বস্তি। কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতেই আরেক যুদ্ধ শুরু! হন্যে হয়ে খুঁজছেন নিজের কামরা। বিস্তর দৌড়ঝাঁপের পর মিলল রেহাই। আবার, আপনি প্ল্যাটফর্মে কাউকে আনতে গিয়েছেন, হন্তদন্ত হয়ে ঘুরছেন, অথচ কোচ খুঁজে পাচ্ছেন না। বা ট্রেন ধরার জন্য মাধপথের কোনও স্টপেজ স্টেশনে গিয়েছেন, কিন্তু হাতে খুব কম সময়। ট্রেনের কোচ বা ট্রেনটি কোন প্লাটফর্ম থেকে ছাড়বে বুঝতে পারছেন না? তখন ত্রাহি ত্রাহি রব।

এবার আর এসবের জন্য হেনস্থার মুখে পড়তে হবে না। যাত্রী সুবিধায় দারুন সহজ সমাধান করছে পূর্ব-রেল। স্টেশনগুলিতে কোচ ও ট্রেন ইন্ডিকেশন বোর্ড বসানোর উপর জোর দেওয়া হয়েছে। এই বোর্ডগুলি ট্রেনের কামরার স্থান ও ট্রেন কোন প্লাটফর্ম থেকে ছাড়বে তা নির্দেশ করবে। তাতেই যাত্রীদের হয়রানি কমবে।

   

পূর্ব রেলের যাত্রীরা এখন আরও সুবিধাজনক ও সহজভাবে যাত্রা উপভোগ করতে পারবেন। কামরা ও প্ল্যাটফর্ম ইন্ডিকেশন বোর্ডের মাধ্যমে যাত্রীদের ট্রেনের আগমন ও প্রস্থান, প্ল্যাটফর্ম নম্বর এবং কোচের অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। ফলে যাত্রীরা তাদের যাত্রা পরিকল্পনা করতে এবং বিনা ঝামেলায় ট্রেনে উঠতে পারবেন।

ট্রেনে তো চড়েন, চেনেন ভারতীয় রেলের ‘বড়লাট’কে? জন্ম থেকেই আজীবন পাকা চাকরি

ট্রেন ইন্ডিকেশন বোর্ডগুলি ট্রেনের আগমন ও প্রস্থানের সময়সূচি এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মের তথ্য প্রদর্শন করে। এবং কোচ ইন্ডিকেশন বোর্ডগুলি যাত্রীদের আগাম জানিয়ে দেয় যে- প্ল্যাটফর্মে আগত ট্রেনের প্রতিটি কোচের অবস্থান।

ফেল সাত-তারা সব হোটেলও! জানুন ভারতীয় রেলের এমন পাঁচ বিলাসবহুল ট্রেন সম্পর্কে

প্লাটফর্মের ইন্ডিকেশন বোর্ড দেখে ট্রেনে চড়ে আসা পরিজনদেরও সহজেই খুঁজে পাওয়া যায়। বর্তমান আর্থিক বছরে (২০২৪-২৫) পূর্ব রেল সিগনাল ও টেলিকম বিভাগ যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB) এবং কোচ ইন্ডিকেশন বোর্ড (CIB) স্থাপন করেছে।

ইতিমধ্যেই যে স্টেশনগুলিতে ট্রেন ইন্ডিকেশন বোর্ড এবং কোচ ইন্ডিকেশন বোর্ড স্থাপন করা হয়েছে সেগুলি হল- শিমুলতলা, বাসুকীনাথ, পাণ্ডবেশ্বর, সিউড়ি, বিদ্যাসাগর, দেওঘর, সাঁইথিয়া, আজিমগঞ্জ, নৈহাটি, শিবনারায়ণপুর, গিরিডি, শঙ্করপুর, লালগোলা, শান্তিপুর, জামতারা, পিরপৈতি, মুর্শিদাবাদ, চিত্তরঞ্জন এবং সুলতানগঞ্জ। ২০২৪-২৫ আর্থিক বছরে পূর্ব রেল এখনও পর্যন্ত ১৪টি স্টেশনে টিআইবি এবং ৮টি স্টেশনে সিআইবি স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়বে। আসানসোল ডিভিশনের ১০টি স্টেশনে, মালদহ ডিভিশনের ২টি স্টেশনে এবং শিয়ালদহ ডিভিশনের ২টি স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়া, আসানসোল ডিভিশনের ২টি স্টেশন, হাওড়া ডিভিশনের ২টি স্টেশন, মালদহ ডিভিশনের ৩টি স্টেশন এবং শিয়ালদহ ডিভিশনের ১টি স্টেশনে কোচ ইন্ডিকেশন বোর্ড স্থাপন করা হয়েছে।