বুধবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কোন কোন জেলায় চলবে বৃষ্টি? জেনে নিন

পশ্চিমবঙ্গে আবহাওয়ার (West Bengal Weather) কি পরিস্থিতি থাকছে বুধবার? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতায় থাকতে চলেছে মেঘলা আকাশ। তার…

পশ্চিমবঙ্গে আবহাওয়ার (West Bengal Weather) কি পরিস্থিতি থাকছে বুধবার? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতায় থাকতে চলেছে মেঘলা আকাশ। তার সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি আগামী ৭ দিন ধরে অমিয় পরিস্থিতি থাকবে শহরে। এছাড়া শহর কলকাতায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অআলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে শহরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।

স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের কামরা খুঁজে পেতে হিমশিম অবস্থা? একেবারে সহজ সমাধান পূর্ব-রেলের

   

বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, নাদিয়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই ছয় জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটারের অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গে নাদিয়া, মুর্শিদাবাদ, এবং পূর্ব বর্ধমানে বজ্রপাতের পরিস্থিতি তৈরী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজ অতি ভারী বৃষ্টি হবে দেখা যাবে উত্তর ২৪ পরগনায়।

সপ্তাহের মাঝে কলকাতায় ফের মহার্ঘ্য পেট্রোল, ডিজেলের রেট কত?

বুধবার দুই ২৪ পরগনার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তারই মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনায়। এই দুই জেলায় শুক্রবার দিন ৭ থেকে ১১ সেন্টিমিটারের অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনার মতো বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও এই দুই জেলায় শুক্রবার দিন অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের হুগলী জেলায়।

এছাড়াও বুধবার হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।