Punjab: ভগত সিংয়ের গ্রামে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে শপথ নেবেন আম মুখ্যমন্ত্রী

সেজে উঠেছে বিপ্লবী ভগত সিংয়ের গ্রাম খাটকর কালান। ভিভিআইপিদের ভিড়ে ঝাঁটা চিহ্নের টুপি, পতাকা, আর ফেস্টুনের ছড়াছড়ি। এখানেই পাঞ্জাবের (Punjab) প্রথম আম আদমি মুখ্যমন্ত্রী পদে…

সেজে উঠেছে বিপ্লবী ভগত সিংয়ের গ্রাম খাটকর কালান। ভিভিআইপিদের ভিড়ে ঝাঁটা চিহ্নের টুপি, পতাকা, আর ফেস্টুনের ছড়াছড়ি। এখানেই পাঞ্জাবের (Punjab) প্রথম আম আদমি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান।

শপথ নেবে পাঞ্জাবের প্রথম অ-কংগ্রেসীী এবং অ-আকালি সরকার আম আদমি পার্টি। পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে থাকবেন দলটির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লির বাইরে আম আদমি পার্টি প্রথম কোনও পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতায় এসেছে। আম আদমি পার্টি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দেওয়া হবে।

এক নজরে ইনকিলাব জিন্দাবাদ

‘ইনকিলাব জিন্দাবাদ’ এই ধ্বনি মূলত সমাজতান্ত্রিক বিপ্লবীরা ব্যবহার করতেন। এই ধ্বনি ভারতে প্রথম ব্যবহার করেন বিপ্লবী কমিউনিস্ট নেতা হসরত মোহানি। কংগ্রেসের অধিবেশনে তাঁর ব্যবহৃত এই ধ্বনি পরবর্তীতে দেশজুড়ে সমাজতান্ত্রিক চিন্তাধারার বিপ্লবীরা গ্রহণ করেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিপ্লবী সংগঠনের কমান্ডার ইন চিফ চন্দ্রশেখর আজাদ ইনকিনাব জিন্দাবাদ ধ্বনি তাঁর সংগঠনে ব্যবহারের অনুমতি দেন। এর পর বিপ্লবী ভগত সিং ও তাঁর সহযোদ্ধারা এই ধ্বনি ব্যবহার করতে থাকেন।

আম আদমি পার্টি জানিয়েছে, তারা ভগত সিংয়ের দর্শনে সিস্টেম বদল করতে চায়। এর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক পঙ্কিলতা থেকে মুক্ত সরকার চালানো হবে। দিল্লিতে যেভাবে পরিষেবা ভিত্তিক সরকার চলছে পাঞ্জাবেও তেমন শুরু হবে। কারণ, ভগত সিং চেয়েছিলেন শুধু স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা পরবর্তী সময়ে কলুষমুক্ত ভারত।