Ukraine War: রাশিয়া থেকে তেল নিলে ‘ঐতিহাসিক ভুল’ করবে ভারত! ইঙ্গিত হোয়াইট হাউসের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়াকে একঘরে করেছে প্রায় গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কিনতে তৈরি ভারত। ভারতের এই পদক্ষেপ নিয়ে এবার মুখ খুলল…

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়াকে একঘরে করেছে প্রায় গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কিনতে তৈরি ভারত। ভারতের এই পদক্ষেপ নিয়ে এবার মুখ খুলল হোয়াইট হাউস। আমেরিকা বলেছে, ভারত যে রাশিয়ার অপরিশোধিত তেলের ছাড়ের প্রস্তাব গ্রহণ করেছে তাতে নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। কিন্তু তাও ভারত সমস্যার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার সংবাদিক বৈঠকে বলেন, “যে কোনো দেশের প্রতি আমাদের বার্তা অব্যাহত রয়েছে যে আমরা যে নিষেধাজ্ঞাগুলি রেখেছি এবং সুপারিশ করেছি তা মেনে চলুন।” ভারত যে অপরিশোধিত তেলের ক্ষেত্রে রাশিয়ার ছাড়ের প্রস্তাব গ্রহণ করেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সাকি বলেন, “আমি বিশ্বাস করি না এতে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে। তবে যখন ইতিহাসের বই লেখা হবে তখন আপনি কোথায় দাঁড়াতে চান তা চিন্তার বিষয়। রাশিয়ার নেতৃত্বের জন্য সমর্থন একটি আক্রমণের সমর্থন। এর প্রভাব ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।”

রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে ভারত। কিছুদিন আগে এমন খবর প্রকাশ্যে আসে। ইউক্রেনের উপর রুশ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞার কোপে পড়েছে রাশিয়া। এরপরই রাশিয়ার এই প্রস্তাবের কথা জানা যায়। এও জানা যায়, এই নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত। রিপোর্টে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল বাণিজ্য বড় ধাক্কা খাচ্ছে। ফলে তারা এখন ভারতের মতো বড় দেশগুলোর কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয়ের কথা ভাবছে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে ভারত।