Patna: বোমাতঙ্কে পাটনায় বিমানের জরুরি অবতরণ

বৃহস্পতিবার বোমাতঙ্ক দেখা দিল ইন্ডিগোর (Indigo) একটি বিমানে। যাত্রীসহ পাটনা (Patna) বিমানবন্দরে জরুরী অবতরন করল ৬ই২১২৬। একজন যাত্রীর দাবি করেন বিমানে বোমা রয়েছে৷ আতঙ্কিত হয়ে…

বৃহস্পতিবার বোমাতঙ্ক দেখা দিল ইন্ডিগোর (Indigo) একটি বিমানে। যাত্রীসহ পাটনা (Patna) বিমানবন্দরে জরুরী অবতরন করল ৬ই২১২৬। একজন যাত্রীর দাবি করেন বিমানে বোমা রয়েছে৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড।

সূত্রে খবর, পাটনা থেকে দিল্লিগামী বোমাতঙ্ক ছড়ান এক যাত্রী। যাত্রীর নাম ঋষি চন্দ সিং৷ তিনি দাবি করছিলেন, তার কাছে বোমা রয়েছে। দ্রুত বিমান পাটনায় অবতরন করানো হয়৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড৷ যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল নয়। তাঁর বক্তব্য আদৌ সত্য কি না, তা যাচাই করে দেখা হচ্ছে৷

   

ওই বিমানে ১৩৪ জন যাত্রী ছিলেন। রাত ৮ টা ২০ নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির৷ অভিযোগ, বিমানে চড়া মাত্রই ওই যুবক দাবি করে তাঁর ব্যাগে বোমা রয়েছে৷

পাটনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ কিন্তু কোনও বোমা উদ্ধার হয়নি৷ কিন্তু নিয়ম মেনে চলছে তল্লাশি অভিযান৷ ইতিমধ্যেই সেই বিমান বাতিল করা হয়েছে৷ আগামীকাল রওনা দেবে।