টিকা প্রাপকদের জন্য কিছুটা হলেও সুখবর। কোভিশিল্ডের (Covishield) দু’টি ডোজের মধ্যে ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অফ ইমিউনাইজেশন বা এনটিএজিআই।
রবিবার এনটিএজিআইয়ের সুপারিশ মেনে নিয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখন থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন টিকা প্রাপকরা। আগে প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হত।
কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেওয়ার পর এতদিন টিকা প্রাপকদের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য প্রায় তিন মাস বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতো। এই সময়টা অনেক বেশি। এই সময়ের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আরও তিন মাস অপেক্ষা করতে হতো। যে কারণে যারা কোভিশিল্ড টিকা পেতেন তাঁদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তেন।
শেষ পর্যন্ত এনটিএজিআই তাদের মত বদল করল। স্বাস্থ্যমন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে ছয় থেকে সাত কোটি নাগরিক খুব শীঘ্রই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেতে চলেছেন।
অনেকেই মনে করছেন, দেশে প্রায় সব মানুষেরই টিকার প্রথম ডোজ নেওয়া সম্পূর্ণ হয়েছে। এমনকী, অধিকাংশ মানুষের দ্বিতীয় ডোজও হয়ে গিয়েছে। সে কারণেই টিকার যোগান বেড়েছে। টিকার পর্যাপ্ত যোগান থাকার জন্যই কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।