এবার কোভিশিল্ড নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন, ক্ষতিপূরণের দাবি কেন্দ্রের কাছে

করোনা ভ্যাকসিন নিয়ে এবার মামলা গড়ালো সুপ্রিম কোর্ট অবধি। জানা গিয়েছে, করোনার টিকা কোভিশিল্ড নিয়ে তদন্তের জন্য বুধবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হল।…

করোনা ভ্যাকসিন নিয়ে এবার মামলা গড়ালো সুপ্রিম কোর্ট অবধি। জানা গিয়েছে, করোনার টিকা কোভিশিল্ড নিয়ে তদন্তের জন্য বুধবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হল। সেখানে বলা হয়েছে, কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে বিশেষজ্ঞ প্যানেল গঠনের নির্দেশ দিতে হবে।

এদিন আইনজীবী বিশাল তিওয়ারি এই পিটিশন দাখিল করেছেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, তাহলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

   

ভারতে প্রথম করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। আর এটি তৈরি করেছে পুনের সেরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড ফর্মুলা এসেছে ব্রিটিশ ফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা থেকে। এদিকে সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা এখন ব্রিটিশ আদালতে স্বীকার করেছে যে তাদের ভ্যাকসিনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বলা হয়েছে, এই টিকার সাইড এফেক্ট হিসেবে থ্রোম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম অর্থাৎ টিটিএস হতে পারে। এ রোগের কারণে শরীরে রক্ত জমাট বেঁধে প্লেটলেটের সংখ্যা কমে যায়। সেইসঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

এদিকে এই নিয়ে শীর্ষ আদালতে দাখিল হওয়া পিটিশনে বলা হয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে মেডিক্যাল বিশেষজ্ঞদের প্যানেল গঠনের নির্দেশ দিতে হবে। এই প্যানেলে দিল্লির এইমসের বিশেষজ্ঞরাও থাকা উচিত। এই প্যানেলের নেতৃত্বে থাকতে হবে এইমসের ডিরেক্টর এবং তদন্ত পর্যবেক্ষণের দায়িত্ব সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির হাতে থাকা উচিত।
কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা খতিয়ে দেখা উচিত বিশেষজ্ঞ প্যানেলের। যদি তাই হয়, তারা কতটা গুরুতর? টিকা নেওয়ার পর যদি কারও গুরুতর ক্ষতি বা মৃত্যু হয়, তাহলে এই ধরনের মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভ্যাকসিন ড্যামেজ পেমেন্ট সিস্টেম তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ দিতে হবে।