Cyclone Asani: আন্দামানে এল অশনি, মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় অশনি। আগামিকাল তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এঅ কারণে জারি হয়েছে সতর্কবার্তা। শনিবার জেলেদের ১৯…

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় অশনি। আগামিকাল তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এঅ কারণে জারি হয়েছে সতর্কবার্তা। শনিবার জেলেদের ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার সকালে আন্দামান ও নিকোবর প্রশাসন টুইট করেছে, “ঘূর্ণিঝড় অশনির সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।” মৌসম ভবনের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা রবিবার সকালের মধ্যে ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং ২১ মার্চ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে এটি ২২ মার্চ বাংলাদেশ-উত্তর মায়ানমার উপকূলে পৌঁছাবে।

পূর্বাভাস অনুযায়ী আন্দামান প্রশাসন জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম তৈরি করেছে। মুখ্যসচিব জিতেন্দ্র নারায়ণ শুক্রবার ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় কেন্দ্রশাসিত অঞ্চল-স্তরের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সকল কর্মকর্তাকে সকল নাগরিকের সবরকমভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় অশনির প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বইবে। গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। কখনও কখনও হাওয়ার গতিবেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।