East Bengal: সামনের সপ্তাহেই বিদেশি বিনিয়োগের রাস্তা মসৃণ করে ফেলতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের ইনভেস্টর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বসুন্ধরা গ্রুপ (Basundhara Group)। বাংলাদেশ থেকে কর্তারা ভালো খবর নিয়ে আসবেন বলেই মনে করছেন…

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের ইনভেস্টর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বসুন্ধরা গ্রুপ (Basundhara Group)। বাংলাদেশ থেকে কর্তারা ভালো খবর নিয়ে আসবেন বলেই মনে করছেন লাল হলুদ জনতা। আপডেট অনুযায়ী খুব শীঘ্রই উল্লেখযোগ্য খবর আসতে পারে ভারতে।

কিছু দিন আগেই বাংলাদেশে গিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। টুকরো টুকরো কিছু খবর পাওয়া গেলেও বিস্তারিত তথ্য এখনও সেই অর্থে জানা যায়নি। সূত্রের খবর, সামনের সপ্তাহেই বড়সর খবর ভেসে আসতে পারে পদ্মার এপারে।

   

বাংলাদেশ বিদেশ। তাই সেখান থেকে কোনও বিনিয়োগ এলে কিছু প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহেই বিদেশি বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম সেরে ফেলতে পারেন কর্তারা। ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে কথাবার্তা ইতিবাচক বলেও ধরে নেওয়া হচ্ছে।

অন্য দিকে শ্রী সিমেন্ট জট হয়তো দীর্ঘ হবে না, এমনটা মনে করছেন কলকাতা ময়দানের একাংশ। ফলত সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি চৈত্র মাসেও বসন্তের আমেজ পেতে পারেন ক্লাবের সমর্থকরা।