J&K: জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত CRPF জওয়ান

আবারও কাশ্মীরে জঙ্গি হামলা। জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ফের একবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের আলি জান রোডে নিরাপত্তা বাহিনীর উপর…

আবারও কাশ্মীরে জঙ্গি হামলা। জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ফের একবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের আলি জান রোডে নিরাপত্তা বাহিনীর উপর গ্রেনেড ছুঁড়ে হামলা চালিয়েছে জঙ্গি বাহিনী।

জানা গিয়েছে, এই হামলায় সিআরপিএফের এক জওয়ান সামান্য আহত হয়েছেন। ঈদগাহের কাছে সেনাদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলার পর সেনারা সতর্ক হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। শ্রীনগর পুলিশ এই হামলার কথা জানিয়েছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে দুই জঙ্গির অতর্কিত হামলায় ভারতীয় সেনাবাহিনীর চার সেনা শহিদ হওয়ার দুই দিন পর গ্রেনেড হামলা চালানো হয়। এরপর শুক্রবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ নাকা পার্টিকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে আহত হন এক পুলিশকর্মী।

আহত পুলিশকর্মীকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে, এলাকাটি ঘিরে ফেলা হয়।