TMC: বদলার বার্তা কল্যাণের, ধোলাইয়ের দাওয়াই দিলেন অসিত, বিতর্কে তৃণমূল

দলীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভুল শুধরে নিয়ে বাড়ি বাড়ি যান তৃ়ণমূল কর্মীরা। তাঁর বার্তার পরেও আক্রমণাত্মক বার্তা দিয়ে বিতর্কে শাসক দলের (TMC) সংসদ…

দলীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভুল শুধরে নিয়ে বাড়ি বাড়ি যান তৃ়ণমূল কর্মীরা। তাঁর বার্তার পরেও আক্রমণাত্মক বার্তা দিয়ে বিতর্কে শাসক দলের (TMC) সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার। ‘বদলা’ ও ‘ধোলাই’ বার্তায় সরগরম রাজনৈতিক মহল।

অভিষেক কি পাত্তা পাচ্ছেন না? পড়ুন বিস্তারিত

   

বাড়ি গিয়ে ভুল ভাঙানোর চেষ্টা করুন, TMC কর্মীদের বার্তা অভিষেকের

নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকার লেনদেন ও গোরু পাচার মামলায় বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। জেলে আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সিবিআই জেরা করছে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। ইডি নজরে আরও ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির হিসেব। সবমিলে শাসকদল প্রবল বিড়ম্বিত।

অভিযোগ,এই অবস্থায় বারবার দলকে চাঙ্গা করতে বিতর্কিত বয়ান দিচ্ছেন নেতারা। হুগলি থেকে এসেছে গরম বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে। অভিষেকের নাম কুৎসা হলে ধোলাই, পেটাই হবে। শনিবার চুঁচুড়া ঘড়ি মোড় থেকে একটি সভা থেকে হুঁশিয়ারি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

আবার কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন সমস্ত দলীয় বিধায়ক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভা থেকে সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়টা অনেক বড়। তাই তিনি সে কথা বলেছিলেন। কিন্তু এই সিপিএম, বিজেপি, কংগ্রেস যে নোংরামি শুরু করেছে তারা সেই কথার মানে বোঝেনি। কল্যাণের বার্তা, এর মানে এই নয় যে বদলা নেওয়া হবে। কিন্তু যদি বিধায়ক, সাংসদ, কাউন্সিলর বা কোনও জনপ্রতিনিধির গায়ে হাত পড়ে তাহলে তৃণমূলের কর্মীরাও প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সেটা খেয়াল রাখা উচিত।

সম্প্রতি বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে খাদিনা মোড়ে বিজেপির কর্মী ও সমর্থকদের উপর । হামলার অভিযোগ উঠেছিল।