বাড়ি গিয়ে ভুল ভাঙানোর চেষ্টা করুন, TMC কর্মীদের বার্তা অভিষেকের

নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে ঘিরে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  যদিও দলের কোনও দায় নেই…

Abhishek Banerjee

নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে ঘিরে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  যদিও দলের কোনও দায় নেই বলে সাংবাদিক বৈঠক করে আগেই সাফ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে প্রবল বিতর্কে জেরবার দলকে সামাল দিতে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামলেন। 

শুক্রবার বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকে দলের নেতা ও বিধায়কদের উদ্দেশে বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান, মানুষের ভুল ভাঙাতে হবে।’ 

অভিষেক আরও বার্তা দিয়েছেন যে, ‘ব্যক্তি স্বার্থে নয়, ভালবেসে দল করতে হবে। যারা ভালোবেসে দল করবে, দল তাদেরকে বেশি করে কাজে লাগাবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে নিয়ে আসতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান। মানুষের ভুল ভাঙাতে হবে। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। পাল্টা প্রচারে নামতে হবে।’ 

গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন বীরভূমের ডাকাবুকো নেতা। বৃহস্পতিবার সকালে বদলে যায় ছবি৷ গ্রেফতার করা হয় তাকে। 

এদিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের ঘটনা রাজ্যের শাসক দলের কাছে ব্যাপক সমালোচনার মুখে ফেলেছে। অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বেহিসাবী নগদ টাকা, গহনা সামগ্রী উদ্ধারের পরে পার্থকে সকল পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে চাকরিচ্যুত। তার নিয়োগে হয়েছিল দুর্নীতি।

আরও ১৯ জন টিএমসি নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলায় নিয়ে বিপাকে তৃণমূল।