Cow Smuggling: দিল্লিতে অনুব্রতর কন্যার জিজ্ঞাসাবাদে তৃ়ণমূলে উদ্বেগের ছায়া

গোরু পাচার মামলায় (Cow Smuggling) ইডির তলবে দিল্লিতে হাজির অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন শিক্ষিকা হয়ে কোথা থেকে সুকন্যা কোটি কোটি টাকা পেলেন তা জানতেই দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। গোরু পাচার মামলার তদন্তে ইডি তদন্তের (ED) মুখে সুকন্যা। আগেই জেলে গেছেন সুকন্যার পিতা তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এর আগে আদালতে সায়গল হোসেনকে পেশ করার সময়েই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গোরু পাচার মামলায় সায়গল হোসেন যুক্ত কি না, কীভাবে সে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠল তা জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে।

   

জিজ্ঞাসাবাদের জন্য সায়গল হোসেনের স্ত্রী ও মাকে তলব করা হয়েছে। সকলকেই সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই তালিকা আরও বড় হতে পারে। কীভাবে এই ব্যক্তিরা সায়গল হোসেনের কাছ থেকে কোনও টাকা পেয়েছেন কী না, এমনকি কীভাবে তাঁরা লাভবান হয়েছেন সবটাই জানতে চাওয়া হবে।

গোরু পাচার মামলায় ২৭ তারিখ অনুব্রত কন্যা সুকন্যাকে তলব করেছিল ইডি। কিন্তু সেদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা। এরপর তিনি দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সিবিআই তদন্তের ক্ষেত্রেও যে কথা বারবার উঠে আসছিল, একজন স্কুল শিক্ষিকা হয়ে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন সুকন্যা?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন