Partition of Bengal : পৃথক উত্তরবঙ্গ, জঙ্গি জীবন সিংহের যুক্তিকে বিজেপির গুরুত্ব নিয়ে জল্পনা

পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবিতে বারবার সরব হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিং। একাধিক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে…

BJP's emphasis on militant Jibon Singh's argument speculation of a separate North Bengal

পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবিতে বারবার সরব হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিং। একাধিক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। এখন তাকেই নতুন প্রদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু হয়েছে।

একাধিক জনসভা থেকে প্রকাশ্যে পৃথক উত্তরবঙ্গের দাবি করে আসছে বিজেপি সহ রাজ্যের একাধিক সংগঠনগুলি। এমনকি পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছে বিচ্ছিন্নতাবাদী কেএলও জঙ্গি সংগঠন৷ তাদের দাবিতেই সাড়া দেবে কেন্দ্র? এমনটাই জল্পনা তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে৷

   

তীব্র জল্পনা,আগামী বছরেই উত্তরবঙ্গের একাধিক জেলা নিয়ে গড়ে উঠতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল৷ শোনা যাচ্ছে, রাজ্যের ৮ টি জেলার পাশাপাশি থাকবে বিহারের ২ টি জেলা এবং অসমের একটি জেলা যুক্ত হতে পারে৷ যার নয়া নাম হতে পারে হিমালয় প্রদেশ। আগামী এপ্রিলের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কেন্দ্র।

যদিও এই বিষয়ে এখনও বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও বার্তা মেলেনি৷ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের উপসচিব পি ভেনুকুট্টান নায়ার কামতাপুর প্রোগেসিভ পার্টিকে (কেপিপি) চিঠিতে জানিয়েছেন পৃথক উত্তরবঙ্গের দাবি বিচারাধীন। একই বিষয়ে দিল্লির তরফে আশ্বাস পেতেই প্রচার শুরু করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ। তা থেকেই জোরালো হয়েছে এই জল্পনা৷