World’s Highest Bridge: ভারতের গর্ব কাশ্মীরে জুড়ছে নয়া মুকুট বিশ্বের সর্বোচ্চ সেতু

কাশ্মীর ভারতের গর্ব। আর সেই ভূ-স্বর্গের মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক। ওই রাজ্যে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সেতু (world’s highest bridge)। যা চালু…

Construction of the world's highest bridge will be completed by September 2022

short-samachar

কাশ্মীর ভারতের গর্ব। আর সেই ভূ-স্বর্গের মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক। ওই রাজ্যে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সেতু (world’s highest bridge)। যা চালু হয়ে যাবে চলতি বছরেই। এমনই জানালেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা।

   

ভারতের মুকুটে অবস্থিত কাশ্মীর রাজ্যের সৌন্দর্য্যের অন্ত নেই। আর সেখানেই তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ সেতু। যা উচ্চতায় ফ্রান্সের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। বিশ্বের সর্ব্বোচ্চ সেতু নির্মাণের কাজ চলছে কাশ্মীরের চেনাব নদীর উপরে। পার্বত্য ওই নদীর উপরে সেতু নির্মাণের কাজ খুবই কষ্টকর ছিল। যাবতীয় প্রতিকূলতা পেরিয়ে সেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন করে ফেলেছেন স্থপতিবিদেরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ওই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন মনোজ সিনহা। ওই সেটু নির্মাণের জন্য জম্মু-কাশ্মীর সরকারের পক্ষ থেকে ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ‘মেরা গাও স্বচ্ছ গাও’ বা ‘আমার গ্রাম স্বচ্ছ গ্রাম’ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে এই সেতু।

২০১৯ সালে কাশ্মীরের উপর থেকে সংবিধানের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পরে ওই রাজ্যের উন্নয়নে বিশেষ নজর দিয়েছিল কেন্দ্র। যার বড় প্রমাণ এই সেতু। তাছাড়াও এরও একগুচ্ছ সরকারি প্রকল্পের উল্লেখ করেছেন মনোজ সিনহা। বাজেট পেশ কোরতে গিয়ে তিনি বলেছেন যে কাশ্মীরে ৫৬ লক্ষ্য আয়ুষমান কার্ড দেওয়া হয়েছে। সাতটি নতুন নার্সিং কলেজ তৈরির কাজ শেষ হয়ে যাবে চলতি বছরে। স্কুল এবং উচ্চ শিক্ষার জন্য ১১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ৫২০টি স্মার্ট ক্লাসরুম তৈরি হবে এবং ৮ হাজার মেধাবী পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ সিনহা।