Rampurhat Violance: বগটুইয়ে সেন্ট্রাল ফরেন্সিক টিম

হাইকোর্টের নির্দেশের পরেই তদন্ত শুরু করল সিবিআই। বুধবার সিবিআইয়ের কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা এদিন বগটুই গ্রামে আসেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোড়া বাড়ি গুলি থেকে নমুনা সংগ্রহ…

হাইকোর্টের নির্দেশের পরেই তদন্ত শুরু করল সিবিআই। বুধবার সিবিআইয়ের কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা এদিন বগটুই গ্রামে আসেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোড়া বাড়ি গুলি থেকে নমুনা সংগ্রহ করেন।

 

উল্লেখ্য,আইনের উপর মানুষের আস্থা যাতে থাকে তাই রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের তদন্ত ভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মত প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই। তদন্তে পুরো দমে নামার আগে সিবিআইয়ের ফরেন্সিক দলের ৯ সদস্যের প্রতিনিধি বগটুই গ্রামে আসেন। পূর্ব বর্ধমানের জেলা বিচারক শোভন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে পোড়া বাড়ি গুলি থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। যদিও, এখনও গ্রামে আসেননি সিবিআই অফিসারেরা৷

জানা গিয়েছে, দ্রুত টিম গঠন করে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে নামবে সিবিআই।

ঘটনার ৩ দিন পরেও গ্রামের পরিবেশ থমথমে৷ এখনও বহু বাসিন্দা গ্রামছাড়া বলে খবর।

শুক্রবার বগটুই গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশিকার পরেই কার্যত তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্র মারফত খবর, শনিবার থেকেই রামপুরহাটকাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে দল গঠনের কাজও শুরু করে দিয়েছে বলে খবর।

শুক্রবারই বগটুইকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।