‘মোদীর কবর নয়, কংগ্রেস নিজের রাজনৈতিক সমাধি বানাচ্ছে’, কটাক্ষ গিরিরাজের

Giriraj Singh Points to Internal Congress Factions, Rahul Gandhi Silent on Leadership
Giriraj Singh Points to Internal Congress Factions, Rahul Gandhi Silent on Leadership

কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-র (Giriraj Singh)। সাম্প্রতিক এক রাজনৈতিক সভা ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবর খুঁড়তে গিয়েছিলেন, তাঁরা নিজেরাই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়েছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

গিরিরাজ সিং বলেন, কংগ্রেস দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা এবং নেতিবাচক রাজনীতির পথ বেছে নিয়েছে। কিন্তু দেশের মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই ধরনের রাজনীতি তাঁরা প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, “মোদী দেশের উন্নয়ন, গরিব কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করেন। আর কংগ্রেস আজও পরিবারতন্ত্র, দুর্নীতি ও বিভাজনের রাজনীতিতে আটকে রয়েছে।”

   

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, কংগ্রেস ভেবেছিল মোদীকে আক্রমণ করে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। জনগণ বুঝে গিয়েছেন কে দেশের জন্য কাজ করছেন আর কে শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতি করছেন। গিরিরাজ সিংয়ের দাবি, কংগ্রেসের এই নেতিবাচক রাজনীতি তাদের সাংগঠনিক শক্তিকে আরও দুর্বল করেছে এবং জনসমর্থন ক্রমশ কমিয়ে দিয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী আজ বিশ্বমঞ্চে ভারতের সম্মান বাড়িয়েছেন। আত্মনির্ভর ভারত, ডিজিটাল ইন্ডিয়া, গরিবের জন্য বাড়ি, শৌচালয়, পানীয় জল—এই সব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আর কংগ্রেস এসব উন্নয়ন দেখতে পায় না, কারণ তাদের চোখে শুধু মোদী বিরোধিতাই মুখ্য।”

গিরিরাজ সিং কংগ্রেস নেতৃত্বের দিকেও কটাক্ষ করেন। তিনি বলেন, কংগ্রেসের শীর্ষ নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছেন। সাধারণ মানুষের সমস্যার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। শুধুমাত্র সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে বা সংসদে শোরগোল তুলে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে দরকার দৃঢ় নেতৃত্ব এবং উন্নয়নের স্পষ্ট রূপরেখা, যা মোদীর নেতৃত্বেই সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “কংগ্রেস যতই মোদীকে নিশানা করবে, ততই বিজেপি ও মোদীর জনপ্রিয়তা বাড়বে। কারণ মানুষ এখন বুঝে গিয়েছে কে সত্যিকারের দেশপ্রেমিক আর কে শুধু রাজনৈতিক নাটক করছে।” গিরিরাজ সিংয়ের মতে, বিরোধী দল হিসেবে কংগ্রেসের উচিত ছিল গঠনমূলক সমালোচনা করা, কিন্তু তারা সেই পথ ছেড়ে কুৎসা ও বিভ্রান্তির রাজনীতি বেছে নিয়েছে। এই বক্তব্যের পর কংগ্রেস শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতারা গিরিরাজ সিংয়ের মন্তব্যকে “অশালীন” ও “দায়িত্বজ্ঞানহীন” বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, বিজেপি প্রকৃত সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। তবে বিজেপি শিবির এই মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করেছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন