দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন রাহুল

পাঁচ রাজ্যেই বিপুল পরাজয়ের মুখ দেখল কংগ্রেস শিবির। বৃহস্পতিবার সকাল থেকেই পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতে শুরু করে। এমন অবস্থায় কোথাও কোথাও সুখের বাতাবরণ, তখনই…

পাঁচ রাজ্যেই বিপুল পরাজয়ের মুখ দেখল কংগ্রেস শিবির। বৃহস্পতিবার সকাল থেকেই পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতে শুরু করে। এমন অবস্থায় কোথাও কোথাও সুখের বাতাবরণ, তখনই কোনও দলের অফিসে শোকের আবহ ছিল।

এদিকে পাঁচ রাজ্যে দলের বিপুল পরাজয় নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি টুইট করে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর দলের পরাজয় স্বীকার করেছেন। তিনি লিখেছেন, ‘জনগণের রায় মেনে নিলাম। যারা জিতেছেন তাদের জন্য শুভ কামনা রইলো। সমস্ত কংগ্রেস কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তাদের কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য আমার কৃতজ্ঞতা। আমরা এ থেকে শিক্ষা নিয়ে ভারতের মানুষের স্বার্থে কাজ করে যাব।’

অন্যদিকে দলের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক বৈঠকে বলেন, ‘গণতন্ত্রে মানুষের সিদ্ধান্ত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং এটাই আমাদের গণতন্ত্রের শক্তি। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল কংগ্রেস দলের প্রত্যাশার বিপরীত। আমরা উত্তরাখণ্ড, গোয়া এবং পাঞ্জাবে ভাল ফলাফল আশা করছিলাম, কিন্তু আমরা স্বীকার করছি যে আমরা জনগণের আশীর্বাদ পেতে ব্যর্থ হয়েছি।’

উল্লেখ্য, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে তেমন দেখা যায়নি রাহুল গান্ধীকে। তাঁর জায়গায় উত্তরপ্রদেশের পুরো দায়িত্ব সামলাচ্ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। তা সত্ত্বেও দলের উল্লেখযোগ্য পারফরমেন্স চোখে পড়ল না।