INDI Alliance: মমতা গরম। কংগ্রেস নরম। মমতার (Mamata Banerjee) অভিযোগ, রাহুল গান্ধির ন্যায়যাত্রা বাংলায় ঢুকছে। অথচ তাঁকে জানানো হয়নি। এর ২৪ ঘণ্টার মধ্যেই মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের। জয়রাম রমেশ বললেন, মমতা এলে ন্যায়যাত্রার গুরুত্ব আরও বেড়ে যাবে।
বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁরা যে র্যালি করছে, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স ম্যাটার অফ কার্টসি আমাকে একবারও জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি। না জানায়নি। সুতরাং আমার সাথে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে।’
এরপরেই তোড়জোড় শুরু কংগ্রেসের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে রাখার কৌশল। তৃণমূল সুপ্রিমোর হুঙ্কারের ২৪ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘সবাই চাইছেন তৃণমূলের লোক ভারত জোড়ো যাত্রায় আসুন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন।’
বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। জোট নিয়ে শুরু থেকেই তৎপর ছিল তৃণমূল। কিন্তু, জোটের অন্দরে ঘাস ফুলের নেত্রীকে কংগ্রেস গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। দিল্লির বৈঠকের পর কংগ্রেস নেতৃত্ব কোনও কথা বলেনি বলেও দাবি করেন মমতা। বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি প্রস্তাব দিয়েছিলাম, ওঁরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে।’
চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল একা লড়বে বলেও জানিয়ে দেন মমতা। বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা লড়ব।’ এ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘ইন্ডিয়া জোটের খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ তৃণমূল। মমতাকে ছাড়া ইন্ডিয়া জোটের কল্পনা কড়া যায় না। আমারা আশাবাদী, যে কথাবর্তা চলছে। তাতে কিছু না কিছু বেরিয়ে আসবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘২৮ দলের জোটে গুরুত্বপূর্ণ স্তম্ভ তৃণমূল। বিজেপিকে হারাতে হলে মমতার থাকা অত্যন্ত জরুরি।’