Gold Smuggling: কাঞ্চনকন্যায় অভিযান, কলকাতায় কোটি কোটি টাকার সোনা পাচার বানচাল

উত্তরবঙ্গ থেকে কোটি কোটি টাকার সোনার বিস্কুট পাচার হচ্ছিল কলকাতায়। গোপনে খবর পেয়ে সোনা পাচার রুখল পুলিশ। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চলে অভিযান। আলিপুরদুয়ারের হাসিমারায় ধরা পড়ে…

উত্তরবঙ্গ থেকে কোটি কোটি টাকার সোনার বিস্কুট পাচার হচ্ছিল কলকাতায়। গোপনে খবর পেয়ে সোনা পাচার রুখল পুলিশ। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চলে অভিযান। আলিপুরদুয়ারের হাসিমারায় ধরা পড়ে সোনা পাচারকারীরা

প্রজাতন্ত্র (সাধারণতন্ত্র) দিবসের আগে উত্তরবঙ্গের স্টেশনগুলিতে চলছে বিশেষ অভিযান। ভুটানের সীমান্ত ঘেঁষা হাসিমারা, নেপাল ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া শিলিগুড়িতে চলেছে কুকুর বাহিনী নিয়ে তল্লাশি।

এরকমই তল্লাশি ও গোপন সূত্রের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে ধরা পড়ল সোনা পাচারকারীরা। জানা গেছে কোচবিহার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কোটি কোটি টাকার সোনা কলকাতায় আনা হচ্ছিল। কমপক্ষে ৬ কোটি টাকার সোনার বিস্কুট মিলেছে।

কোচবিহার থেকে কলকাতায় পাচার হচ্ছিল ৫ কোটি টাকার সোনা। তবে তার আগেই পাচারের পরিকল্পনা বাঞ্চাল করল ডিআরআই। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিআরআই। জানা যাচ্ছে ধৃতদের নাম সঞ্জু প্রামাণিক, মিজানুর প্রামাণিক, রফিকুল ইসলাম, ইসমাইল হক, মোতিউল রহমান। ধৃতরা সকলেই কোচবিহারের বাসিন্দা। ডিআরআই সূত্রে খবর কলকাতায় এই সোনা পাচার করার জন্য দুটো গ্রুপ বানায় পাচারকারীরা। দুটোর মধ্যে একটি দল সোনা পাচারের উদ্দেশ্যে বের হয়। গোপন সূত্রে জানতে পারে শিলিগুড়ির ডিআরআই ইউনিট।

এরপর ডিআরআইয়ের আধিকারিকরা কুঞ্জ বাড়িতে অভিযান চালায়। একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে একটি দলকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৪৩ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে হাসিমারা স্টেশনের দাঁড়িয়ে থাকা আরেক জনকে ধরা হয়। তার কাছ থেকে ১৫ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর আলিপুর স্টেশনে অভিযান চালিয়ে পদাতিক ট্রেন থেকে বাকিদের ধরা হয়। তাদের কাছ থেকে ১৪ টি সোনা উদ্ধার করা হয়।