DA: লক্ষাধিক কর্মীকে ধাক্কা দিল কেন্দ্রীয় সরকার

বড়সড় ধাক্কা খেতে চলেছেন সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারীরা। জানা গিয়েছে, তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির পর কর্মী ও পেনশনভোগীরা বকেয়া ভাতা পাবেন…

বড়সড় ধাক্কা খেতে চলেছেন সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারীরা। জানা গিয়েছে, তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির পর কর্মী ও পেনশনভোগীরা বকেয়া ভাতা পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এখন প্রকাশ্যে আসছে কেন্দ্রীয় কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ  দেওয়া হয়নি।

এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২০ সাল থেকে আটকে থাকা ১৮ মাসের ডিএ বকেয়া দেওয়া হবে না। কোভিড মহামারির সময় কেন্দ্রীয় কর্মীদের ডিএ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, বকেয়া ডিএ দেওয়ার কথা ভাবছে না সরকার।

পেনশনভোগীদের কেন্দ্রের কাছ থেকে তিন কিস্তি ডিএ ছাড়ার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র। ১৮ মাসের ডিএ বকেয়ার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় কর্মীদের জন্য, কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত আটকে থাকা ডিএ বকেয়া দেওয়া হবে না। হিসেব অনুযায়ী, কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ ভাতার মোট পরিমাণ ছিল প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

বলা হয়েছে, পেনশন বিধি পর্যালোচনার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির স্থায়ী কমিটির ৩২ তম বৈঠকে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে বিভাগের একজন সদস্য স্পষ্ট করে দিয়েছিলেন যে ডিএ-র বকেয়া অর্থ প্রদান করা হবে না, তবে অর্থ মন্ত্রক কোভিড -১৯ মহামারীর সময় আটকে থাকা ডিএ বকেয়ার তিনটি কিস্তির অনুরোধ প্রত্যাখ্যান করেছে।