Punjab: অগ্নিদ্বগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৭ জনের

মর্মান্তিক ঘটনা ঘটল পাঞ্জাবের (Punjab) লুধিয়ানায়। জানা গিয়েছে, লুধিয়ানার টিব্বা রোডে পুরসভার আবর্জনা ফেলার ডাম্প ইয়ার্ডের কাছে একটি বস্তিতে আগুন লেগে একই পরিবারের সাতজন দগ্ধ…

মর্মান্তিক ঘটনা ঘটল পাঞ্জাবের (Punjab) লুধিয়ানায়। জানা গিয়েছে, লুধিয়ানার টিব্বা রোডে পুরসভার আবর্জনা ফেলার ডাম্প ইয়ার্ডের কাছে একটি বস্তিতে আগুন লেগে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ-প্রশাসনের কর্মীদের পাশাপাশি দমকলের গাড়িও এসে পৌঁছয়। কিন্তু ততক্ষণে পরিবারের সাত জন দগ্ধ হয়ে মারা যান বলে খবর।

পূর্ব লুধিয়ানার সহকারী পুলিশ কমিশনার সুরিন্দর সিং জানিয়েছেন, ‘১৯ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে দমকল। ঝুপড়ি থেকে সাতটি দেহ উদ্ধার হয়।’ দুর্ঘটনায় যে পরিবারটি প্রাণ হারিয়েছেন তারা পরিযায়ী শ্রমিক ছিলেন এবং টিব্বা রোডের পৌর আবর্জনার ডাম্প ইয়ার্ডের কাছে কুঁড়েঘরে বসবাস করতেন। স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগার পর চিৎকার চেঁচামেচি শুরু করে সকলে। তাঁদের বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি কেউ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা আরও তীব্র আকার ধারণ করে। এদিকে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়, কিন্তু ততক্ষণে দমকলের ইঞ্জিন এসে পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।