Punjab: পাঞ্জাবে সিধু হত্যার পিছনে কানাডার কুখ্যাত লরেন্স গ্যাং

দুষ্কৃতিদের গুলিতে গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুশাওয়ালা ( Sidhu Moose Wala) মৃত। পাঞ্জাবে আম আদমি সরকারের আমলে প্রথম রাজনৈতিক খুনে…

Punjabi singer Sidhu Moose Wala

দুষ্কৃতিদের গুলিতে গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুশাওয়ালা ( Sidhu Moose Wala) মৃত। পাঞ্জাবে আম আদমি সরকারের আমলে প্রথম রাজনৈতিক খুনে সরগরম পরিস্থিতি। এই খুনে জড়িত বিদেশি একটি গোষ্ঠি। এমনই দাবি পাঞ্জাব পুলিশের।

পাঞ্জাব পুলিশের ডিজি ভিকে ভাওরা জানিয়েছেন, ঘটনার পিছনে কানাডার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে ওই গ্যাংয়ের লাকি নামের এক সদস্য৷ পুলিশের তরফে জানানো হয়েছে গ্যাং ওয়ারের কারণে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর।

শনিবার পাঞ্জাব সরকার ভিআইপিদের নিরাপত্তা তুলে নেওয়ার পর রবিবার হয়েছে রাজনৈতিক খুন। রবিবার বিকেলে মানসা জেলার জহর গ্রামে যাওয়ার পথে দূষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২৮ বছর বয়সী মুশাওয়ালার প্রাণ। আহত আরও দুই। সিধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়৷

নিজের গানে বন্দুক রীতি দেখানোর কারণে বারবার বিতর্কে জড়িয়েছে মুশাওয়ালা। এমনকি একটি গানের জন্য জেল যেতে হয়েছিল তাঁকে। চলতি বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেসে যোগদান করে মানসা কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু পরাজিত হন তিনি।

গতকাল মুশাওয়ালা সহ ৪২৪ জনের নিরাপত্তা তুলে নেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। তাকে খুনের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী৷ তিনি জানিয়েছেন, দিনে দুপুরে এভাবে একজন জনপ্রিয় গায়কের মৃত্যুতে মর্মাহত তিনি। তাঁর অনুরাগী এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কংগ্রেস সাংসদ।