অমরনাথ যাত্রার আগেই উদ্ধার পাক ড্রোন, মিলল একাধিক বোমা

ফের এক রহস্যজনক ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর (Kashmir) উপত্যকায়। এই ড্রোনটি (Pak Drone) পাকিস্তানের বলে খবর। জানা গিয়েছে, রবিবার পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করেছে নিরাপত্তা…

ফের এক রহস্যজনক ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর (Kashmir) উপত্যকায়। এই ড্রোনটি (Pak Drone) পাকিস্তানের বলে খবর। জানা গিয়েছে, রবিবার পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে এনেছে।

সূত্রের খবর, কাঠুয়া (Kathua) জেলার রাজবাগ থানা এলাকার টালি হারিয়া চক-এ সীমান্তের দিক থেকে ড্রোনটি আসছিল। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ড্রোনটির সঙ্গে একটি পেলোড সংযুক্ত রয়েছে যা বম্ব ডিসপোজাল স্কোয়াড দ্বারা তদন্ত করা হচ্ছে।

   

এদিন স্থানীয়রা ড্রোনটিকে মাঠের উপর দিয়ে উড়তে দেখেছেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। এর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি ভূপাতিত করেন।

কাঠুয়ার এসএসপি আর সি কোতোয়াল জানিয়েছেন, ড্রোনের খবর পেয়ে রাজবাগ থানার দল সাধারণ ভাবে তল্লাশি চালাচ্ছিল। ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে ৷ উদ্ধার করা হয়েছে ৭টি ম্যাগনেটিক টাইপ বোমা আইইডি ও ৭টি ইউবিজিএল (আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার) ৷ হেক্সাকোপ্টারের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে সেগুলি ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ গোটা ঘটনাটি বিশ্লেষণ করা হচ্ছে ৷

 

ওই পুলিশ আধিকারিক জানান, সীমান্তের ওপার থেকে বারবার ড্রোন ওঠানামার ফলে নিয়মিত এলাকায় পুলিশের তল্লাশি দল পাঠানো হচ্ছে। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে এই ঘটনার জেরে প্রশাসনের কপালে নতুন করে ফের একবার চিন্তার ভাঁজ পড়েছে। অমরনাথ যাত্রার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।