UP Election 2022: উত্তর প্রদেশ নির্বাচনের দিন ট্রেন্ডিং #BoycottBJP

UP Election 2022

বৃহস্পতিবার উত্তর প্রদেশে (UP Election 2022) ছিল প্রথম দফার নির্বাচন। এদিন সামাজিক মাধ্যমে আলোচনায় রইল বিজেপি। টুইটারে ট্রেন্ড করল #BoycottBJP। 

রাত ৯ টার সময় এই প্রতিবেদন লেখার সময় প্রায় ৩৮ হাজার টুইট করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। নরেন্দ্র মোদী জমানায় আলোচিত বা সমালোচিত বিভিন্ন ঘটনা তুলে ধরেছিলেন নেটিজেনদের একাংশ। 

   

টুইটার প্রোফাইল ওয়ালে উঠে এসেছিল লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের কথা, অতিমারিকালে মৃত্যু মিছিল, লখিমপুরের ঘটনা, প্রধানমন্ত্রীর সংসদীয় রাজনীতি ইত্যাদি। মোদী ছাড়াও সামাজিক মাধ্যমে সুর চড়ানো হয়েছিল যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। 

প্রথম দফায় রাজ্যের ১১ টি জেলার ৫৮ টি আসনে ভোটগ্রহণ করা হয়। মূলত পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ অধ্যুষিত অঞ্চলে ভোট নেওয়া হয়েছে। প্রথম দফা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৮ শতাংশের মত ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন