ভোট পর্বের শুরুতেই মণিপুরে নির্বাচনের দিন বদল

শুরু হয়ে গেছে পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ। এই সময়ে কমিশনের নির্দেশে পাল্টে গেল আরেক রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট। বৃহস্পতিবার…

শুরু হয়ে গেছে পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ। এই সময়ে কমিশনের নির্দেশে পাল্টে গেল আরেক রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে মণিপুরের ভোটের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দুই দফায় মণিপুরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার দুটি দিনই পরিবর্তন করে দেওয়া হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামি ২৮ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ উত্তর-পূর্বের ওই রাজ্যে ভোট হবে।

২৭ ফেব্রুয়ারি রবিবার, ওইদিনে অনেকেই চার্চে গিয়ে প্রার্থনা করেন। নাগরিক সমাজ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে তাই মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুর ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দিন পরিবর্তনের আবেদন জানিয়েছিল কমিশনের কাছে। কমিশন আবেদন খারিজ করলে সরব হয় ছাত্র সংগঠন।

পাঞ্জাবে এক দফায় ভোট ঘোষণা করেছিল কমিশন। ১৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল ভোট। কিন্তু ১৬ ফেব্রুয়ারি গুরুদাস জয়ন্তী উপলক্ষে অনেকেই আগে থেকে বারাণসীতে যায়। তাই মুখ্যমন্ত্রী চন্নির আবেদন মেনে ভোট পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়। এরপর ছাত্র সংগঠনের প্রতিবাদ আরও জোরালো হয়। অবশেষে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল নির্বাচন কমিশন।