রাজনৈতিক লড়াইয়ে বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ দখল নিতে মোদী ঝাঁপ মারলেও লাভ হয়নি। টানা তিনবার সরকার গড়েছেন তৃ়ণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার উপস্থিতিতেই টানা তিনবার ক্ষমতায় থাকা দিল্লি পুরসভা (MCD) হারানোর খবর পেলেন মোদী। তৃ়ণমূল সাংসদদের মুচকি হাসি। আর দিল্লি পুরসভার দখল নিতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল (AAP) আম আদমি পার্টির উৎসব শুরু।
দিল্লি পুরসভায় একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছে আম আদমি পার্টি। গণনা শুরুর পর যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল তাতে ক্রমে ব্যবধান বাড়িয়ে দিল্লি পুরসভায় ঝাড়ু চিহ্নের পতাকা উড়িয়েছেন আম আদমিরা।
দিল্লিতে টানা তিনবার ক্ষমতায় আছে আম আদমি পার্টি। তারা পাঞ্জাবেও সরকার গড়েছে। কেন্দ্রশাসিত দিল্লির মু়খ্যমন্ত্রী কেজরিওয়ালের লক্ষ্য ছিল দিল্লির পুরসভা দখল করা। সেই কাজে তিনি সফল। বিজেপি বসতে চলেছে বিরোধী আসনে।
দিল্লিতে বিপুল ভর্তুকি পরিকল্পনা দিয়ে চলেছে আপ সরকার। সেই ভর্তুকির ফল পড়ল পুরসভা ভোটে বলে মনে করা হচ্ছে। টানা ১৫ বছর ধরে দিল্লি পুরসভা বিজেপির দখলে। এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ধরা হয়। সমীক্ষায় আপের জয় মিলছে।
রবিবার দিল্লির পুরসভার ২৫০ আসনে ভোট গ্রহণ হয়েছে।ক্ষমতায় আসার জন্য ১২৬টি আসনে জিততে হবে। নির্বাচনের ফলপ্রকাশে যে ছবি আসছে তাতে আপের বড় উত্থান। একাধিক বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।