ATK Mohun Bagan: জনি কাউকোর বিকল্পে ডাচ মিডিও! জল্পনা তুঙ্গে

ATK মোহনবাগান (ATK Mohun Bagan) ফুটবলার জনি কাউকো (Joni Kauko) হাটুর চোটের কারণে ফিনল্যান্ড উড়ে যাওয়ায় গাড্ডায় পরেছে মেরিনার্সরা। হুগো বাউমাস, কার্ল ম্যাকহিউরা কাউকোর অনুপস্থিতিতে…

Dutch midfielder Nasser El Khayati

ATK মোহনবাগান (ATK Mohun Bagan) ফুটবলার জনি কাউকো (Joni Kauko) হাটুর চোটের কারণে ফিনল্যান্ড উড়ে যাওয়ায় গাড্ডায় পরেছে মেরিনার্সরা। হুগো বাউমাস, কার্ল ম্যাকহিউরা কাউকোর অনুপস্থিতিতে দলকে জয় এনে দিয়েছে এটা ঠিকই, কিন্তু ওভার লোড নিতে হচ্ছে হুগো, কার্লদের।

এর পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে লিগ টপার হওয়ার সুবর্ণ সুযোগ কড়া নাড়ছে প্রীতম কোটালদের কাছে তাই গোটা দলের ওপর বাড়তি চাপ চাপিয়ে দিতে নারাজ ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

   

সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ট্রান্সফার বাজারে ATK মোহনবাগান নেদারল্যান্দের অ্যাটাকিং মিডফ্লিডার নাসের এল খায়াতিকে মেরিনার্স ক্যাম্পে ভেড়াতে চাইছে।

বছর ৩৩ এর খায়াতি ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ সেশনে চেন্নাইন এফসি দলে রয়েছে।অ্যাটাকিং মিডিও হওয়ার পাশাপাশি বাম দিকের উইং নির্ভরতা এবং সেন্ট্রাল মিডফ্লিডে খায়াতি দুরন্ত।

চলতি আইএসএলে ATKমোহনবাগান ৮ ম্যাচ খেলেছে।পয়েন্ট টেবলে ৪ নম্বরে থাকা সবুজ মেরুন শিবির লিগ টপার হওয়ার দৌড়ে রয়েছে। জনি কাউকোর অনুপস্থিতিতে খায়াতি মেরিনার্সদের বাড়তি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারবে এমনটাই মনে করছে টিম ম্যানেজমেন্ট।তাই জোরদার ভাবে সবুজ মেরুন স্কোয়াডে নাসের এল খায়াতিকে নিতে আসরে নেমে পড়েছে ATKMB।