বিজেপি বাইক বাহিনীর উপর হামলা, গণপ্রহারে অভিযুক্ত CPIM

সিপিআইএম (CPIM) মিছিলের সামনে বাইক নিয়ে হুড়মুড়়িয়ে এসে হুমকি দেওয়ায় অভিযুক্ত বিজেপি (BJP) সমর্থকরা। এর পরেই ছবিটা বদলে গেল। মিছিল থেকে বাঁশ ও দলীয় পতাকার…

সিপিআইএম (CPIM) মিছিলের সামনে বাইক নিয়ে হুড়মুড়়িয়ে এসে হুমকি দেওয়ায় অভিযুক্ত বিজেপি (BJP) সমর্থকরা। এর পরেই ছবিটা বদলে গেল। মিছিল থেকে বাঁশ ও দলীয় পতাকার ডান্ডা নিয়ে তেড়ে গেলেন কয়েকজন বাম সমর্থক। শুরু হলো গণপ্রহার। রাস্তার উপর ফেলে মারধর করা হচ্ছে এমন ছবিতে রাজনৈতিক হাওয়া গরম (Tripura) ত্রিপুরায়।

উত্তর পূর্বাঞ্চল ভারতের বাংলাভাষী অধ্যুষিত ত্রিপুরায় শাসক দল বিজেপি আর প্রধান বিরোধী দল সিপিআইএম। দু পক্ষ পরস্পরের উপর রাজনৈতিক হামলার অভিযোগ এনেছে। তবে গত বিধানসভা ভোটে এ রাজ্যে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন হয়। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসে। বারবার রাজনৈতিক হিংসার কারণে দেশজুড়ে আলোচিত হয়েছে ত্রিপুরা। প্রায় সবক্ষেত্রেই অভিযুক্ত শাসকদল বিজেপি।

বিধানসভা ভোটের সময় এগিয়ে আসছে আর বিজেপির দাবি তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত। এদিন পশ্চিম ত্রিপুরার বিশালগড়ে বিরোধী দল সিপিআইএমের মিছিল চলছিল। অভিযোগ, মিছিলে হামলা করে বিজেপি বাইক বাহিনী। বাম সমর্থকরা তেড়ে যান। শুরু হয় গণপ্রহার। অভিযোগ এক বিজেপি কর্মীকে মারধর করে তার বাইক ভাঙা হয়। রাজনৈতিক সংঘর্ষের কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

একইভাবে বোধজংনগরেও সিপিআইএমের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে শাসক দল বিজেপি। বোধজংনগর পঞ্চায়েত টিলা এলাকায় দুই সমর্থক মারধরে জখম বলে জানানো হয়।