Breaking news: পেট্রোল ঢেলে জীবন্ত মহিলা অধ্যক্ষকে পুড়িয়ে দিল ছাত্র, অবস্থা আশঙ্কাজনক

107
indore student alive female principal vimukta sharma

চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইন্দোরে (Indore)। এখানে এক ছাত্র পেট্রোল ঢেলে এক মহিলা অধ্যক্ষকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে। এতে অধ্যক্ষ মারাত্মকভাবে দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ছাত্র আশুতোষকে গ্রেফতার করা হয়েছে।

মহিলা অধ্যক্ষকে জীবন্ত পুড়িয়ে মারার এই নৃশংস ঘটনাটি ঘটেছে সিমরোল থানা এলাকায়। বিআইএন কলেজের অধ্যক্ষকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক দুরন্ত ছাত্রী। অধ্যক্ষের নাম বিমুক্তা শর্মা (vimukta sharma)। আগুনে অধ্যক্ষ গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে বিমুক্ত শর্মার অবস্থা আশঙ্কাজনক।

বলা হচ্ছে, কিছু দিন আগে অধ্যক্ষ বিমুক্তা শর্মার সঙ্গে ওই ছাত্রীর মধ্যে বিবাদ চলছিল। আজও দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। বিমুক্তা শর্মা বিএম কলেজ অফ ফার্মেসির অধ্যক্ষ। আজ কলেজ ছুটির পর অধ্যক্ষ তার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ইতিমধ্যেই অপেক্ষায় থাকা ছাত্র অবনীশ তার দিকে ছুটে এসে তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ও পেট্রোলের কারণে দ্রুত আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হন অধ্যক্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন গ্রামীণ পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা। ছাত্র আশুতোষকে পুলিশ হেফাজতে নিয়েছে।