কলকাতা বিমানবন্দরে কোটি কোটি বিদেশি নোট উদ্ধার

ফের কলকাতায় (Kolkata) ব্যাপক টাকা উদ্ধার। উদ্ধার হল কোটি কোটি বিদেশি টাকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের শুল্ক আধিকারিকরা ৯.৩৪ কোটি মার্কিন বিদেশি মুদ্রা বহনকারী…

ফের কলকাতায় (Kolkata) ব্যাপক টাকা উদ্ধার। উদ্ধার হল কোটি কোটি বিদেশি টাকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের শুল্ক আধিকারিকরা ৯.৩৪ কোটি মার্কিন বিদেশি মুদ্রা বহনকারী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে।

এত মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা কেন এনেছেন ওই যাত্রী তা নিয়ে সন্দেহ। সূত্রের খবর, বিমানবন্দরের অভিবাসন বিভাগের কর্মীরা সব দিক খতিয়ে দেখছেন। বিপুল বিদেশি টাকা সহ ধৃত যাত্রীকে জেরা করা হচ্ছে।

   

ওই যাত্রীর কাছে মিলেছে ৯.৩৪ কোটি আমেরিকান ডলার। হিসেবে উঠে আসছে ওই যাত্রীর কাছে থাকা ডলারের সমমূল্য ভারতীয় টাকার পরিমাণ হলো ৭০০ কোটি টাকার বেশি।

মার্কিন ১ ডলারের সমান ৭৯ ভারতীয় টাকার হিসেব ধরলে 7,40,98,21,500.00 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল অঙ্কের টাকার হদিশ পেতে চায় শুল্ক বিভাগ।

রাজ্য জুড়ে বিপুল কালো টাকা উদ্ধারে নেমেছে ইডি সিবিআই। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের ঘরে মিলছে কোটি কোটি টাকা। মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর ঘরে টাকার পাহাড় দেখে চমকে গেছেন রাজ্যবাসী। এর মাঝে কলকাতা বিমানবন্দরে কোটি কোটি ডলার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।