ভোটের মুখে আচমকা মৃত্যু হেভিওয়েট BJP নেতার, শোকের ছায়া দেশে

দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে বড় ঘটনা ঘটে গেল দেশে। ভোটের মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি (BJP) সাংসদের। জানা গিয়েছে, হাথরস লোকসভা…

দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে বড় ঘটনা ঘটে গেল দেশে। ভোটের মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি (BJP) সাংসদের। জানা গিয়েছে, হাথরস লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজবীর সিং দিলের (Rajveer Singh Diler) ২৪ এপ্রিল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজবীর সিং হার্টের রোগী ছিলেন। সন্ধ্যায় বিহারে বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে কোয়ারসির ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলতি লোকসভা নির্বাচনে বিজেপি হাথরস থেকে তাঁর টিকিট কেটে রাজ্য সরকারের মন্ত্রী অনুপ প্রধানকে প্রার্থী করেছে।

   

বাবা কিষাণ লাল দিলের হাথরস কেন্দ্র থেকে চারবারের বিজেপি সাংসদ। ২০০০-০৫ সালে জওয়ান ব্লক থেকে বিজেপিতে যোগ দেন রাজবীর। তাঁর বাবার মৃত্যুর পরে, তিনি হাথরস (সংরক্ষিত) লোকসভা আসনে সক্রিয় ছিলেন এবং বহু চেষ্টার পরে, ২০১৭ সালে বিজেপি তাঁকে ইগলাস সংরক্ষিত আসনে বিধানসভার টিকিট দিয়েছিল। নির্বাচনে তিনি রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হন। এরপর ২০১৯ সালে, তিনি তাঁর বাবার ফেলে রাখা আসন হাথরসে লোকসভার টিকিট পান এবং রেকর্ড ভোটে হাথরস থেকে সাংসদ নির্বাচনে জয়ী হন। এদিকে রাজবীর দিলারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। তাদের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন অনেকেই।