Lok Sabha Election 2024: ‘মা-বোনেদের ঢল নেমেছে বুথে’, উচ্ছ্বসিত রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ

সকাল সকাল ভোট (Lok Sabha Election 2024) দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জেতার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। কৃষ্ণ বলেন, সকাল থেকে বুথে বুথে…

Krishna-Kalyani-TMC

সকাল সকাল ভোট (Lok Sabha Election 2024) দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জেতার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। কৃষ্ণ বলেন, সকাল থেকে বুথে বুথে মা-বোনেদের ঢল নেমেছে। এটা দেখে আমি উচ্ছ্বসিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের ফলেই এমনটা সম্ভব হচ্ছে। ভোটের লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যেই ৮০ শতাংশ মহিলা। জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত।

রায়গঞ্জ কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী এবার দক্ষিণ কলকাতা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে। আর তৃণমূল টিকিট দিয়েছে কৃষ্ণ কল্যাণীকে। আর বাম-কংগ্রেসের জোটের তরফে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন আলী ইমরাম রমজ (ভিক্টর)।

রায়গঞ্জ আসনে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২৪ হাজার ৮৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০। রায়গঞ্জে ১৭৩০টি বুথে ভোট হচ্ছে। স্পর্শকাতর বুথের সংখ্যা ২১০। গত পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জের ইসলামপুর, চাকুলিয়া, চোপড়া, গোয়ালপোখরের মতো জায়গায় হিংসার ছবি দেখা গিয়েছিল।

আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে। বাংলার তিন আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও এদিন ভোট হচ্ছে। এর আগে গত ১৯ এপ্রিল, প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসন – কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।

বাংলার তিন কেন্দ্রে আজ মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের কেন্দ্রীয় বাহিনী থাকছে ১১১ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। ভোটের কাজে আজ ১২৯৮৩ জন রাজ্য পুলিশ রয়েছে।