বিস্ফোরণে কেঁপে উঠল জামশেদপুর। শনিবার টাটা স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের জেরে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংস্থার এক আধিকারিক।
সংস্থার ওই আধিকারিক বলেন, ‘আমরা জানাতে চাই, আজ সকাল ১০টা ২০ মিনিটে জামশেদপুর ওয়ার্কসের কোক প্লান্টের ব্যাটারি ৬-এ বিকট শব্দ হয়। বর্তমানে, ব্যাটারি ৬ বন্ধ রয়েছে। ‘
আগুন নেভাতে দমকলকর্মীদেরও ডাকতে হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আসা হরি প্রসাদ সেন, যিনি পাইপলাইনে কাজ করতেন, তিনি বলেন যে তিনি প্রথমে একটি অস্বাভাবিক শব্দ শুনেছিলেন। তখন বুকে ব্যথা হচ্ছিল। কোনও চোট নেই। বলা হচ্ছে যে বিষাক্ত গ্যাস ফুটো হওয়ার কারণে সেনের বুকে ব্যথা হয়েছিল। টিএমএইচ-এ তাঁর চিকিৎসাও চলছে। ঘটনাস্থলে, মেসার্স এসজিবি কন্ট্রাক্ট কোম্পানির সাহিত্য কুমারও কাজ করছিলেন। তারা বুস্টার লাইনের জন্য কোক প্ল্যান্টে ভাঁড় তৈরির কাজ করছিল। তিনিও একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। কিছু কণা বাতাসে উড়ছে বলে মনে হচ্ছে। এতে তার ডান পায়ে হাঁটুর নিচে আঘাত লাগে। টাটা কর্পোরেট কমিউনিকেশনও এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এদিকে এহেন ভয়াবহ বিস্ফোরণের ফলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়িতে মাটিতে পড়ে গিয়ে একজন কর্মী সামান্য আহত হয়েছেন।