Manipur: রামে মগ্ন মোদী মণিপুরে ‘নীরব’, জঙ্গি হামলায় কমান্ডো ‘শহিদ’, মুখ্যমন্ত্রীর অফিস ঘেরাও

মণিপুরের (Manipur) মোরে শহর গত এক মাসের বেশ সময় ধরে জঙ্গি হামলায় বিপর্যস্ত। এই সীমান্ত শহরটির লাগোয়া মায়ানমারের দিক থেকে ভারী অস্ত্র-সহ কুকি জঙ্গিদের লাগাতার…

Manipur

মণিপুরের (Manipur) মোরে শহর গত এক মাসের বেশ সময় ধরে জঙ্গি হামলায় বিপর্যস্ত। এই সীমান্ত শহরটির লাগোয়া মায়ানমারের দিক থেকে ভারী অস্ত্র-সহ কুকি জঙ্গিদের লাগাতার হামলা চলছে। অভিযোগ,  বিজেপি শাসিত এই রাজ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিরোধীদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাম জন্মভূমি নিয়ে বেশি মগ্ন তাই মণিপুরের বিষয়ে তারা নীরব।

মোরে শহরে জঙ্গি ও রক্ষীদের সংঘর্ষ চলছে।মায়ানমারের লাগোয়া মণিপুরের মোরে শহরের রক্ষীদের ব্যারাক লক্ষ করে কুকি জঙ্গিদের হামলায় আরও এক কমান্ডো নিহত হলেন। নিরাপত্তা কর্মী এবং জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে দু’জনে পৌঁছেছে৷

এদিকে নিহত রক্ষীর জন্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ শুরু হয়েছে। ঐতিহ্যবাহী শোকের পোশাক পরে, মহিলা বিক্ষোভকারীরা ইম্ফল বিমানবন্দরের রাস্তা অবরোধ করেন। ওই পথে সব ধরনের যানবাহন চলাচল ঠেকাতে মহিলারা রাস্তার মাঝখানে বসেছিলেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় ঘেরাও করা হয়।

জানা গেছে, মোরে শহরের ইমা কোন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে অতর্কিত হামলা করে জঙ্গিরা। একটি অস্থায়ী পুলিশ ইউনিট এবং কমান্ডো পোস্টে রকেট চালিত গ্রেনেড (RPG) নিক্ষেপ করে। মোরে শহরের চিকিম গ্রামেও জঙ্গি হামলার খবর পাওয়া গেছে।

জয়েন্ট অ্যাকশন কমিটির (জেএসি) মুখপাত্র এল প্রেমচাঁদ সাংবাদিকদের বলেছেন জঙ্গি হামলায় আহত দুই নিরাপত্তা কর্মী  কনস্টেবল এন ভীম (৩৫) এবং এএসআই সিদ্ধার্থ থকচম (৩৫) কে মোরে শহর থেকে এয়ারলিফ্ট করে  ইম্ফলের রিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

মোরে শহরের রক্ষী ব্যারাক ঘিরে হামলা, টহলদারির সময় আক্রমণ শুরু হয়েছিল ডিসেম্বর মাস থেকে। বছর পেরিয়ে জানুয়ারির মাঝামাঝি সময়েও পরিস্থিতি স্বাভাবিক নয়।  মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে দূর্বল প্রশাসন চালানোর অভিযোগও উঠেছে। তাঁর আমলেই ভয়াবহ জাতি সংঘর্ষের দুশো অধিক মণিপুরবাসী নিহত। সেই সংঘর্ষের পাশাপাশি চলছে জঙ্গি হামলা।