TMC: বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

রাজ্যে ফের খুন তৃণমূল (TMC) কর্মী। বারুইপুরে তৃণমূল কর্মী সৈয়দুল আলি শেখ-কে কুপিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে বাড়ি ফেরার সময় সাত থেকে আটজন তার ওপর…

TMC worker murder in Baruipur

রাজ্যে ফের খুন তৃণমূল (TMC) কর্মী। বারুইপুরে তৃণমূল কর্মী সৈয়দুল আলি শেখ-কে কুপিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে বাড়ি ফেরার সময় সাত থেকে আটজন তার ওপর চড়াও হয়।

শাসনের কর্মী খুনের নেপথ্যে কি কারণ? নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি একাধিক সম্ভাবনা ও কারণ উঠে আসছে। গতকাল রাতে তৃণমূলের ঐ কর্মীকে বাড়ির খুব কাছে কুপিয়ে খুন করা হয়। ভোর রাতে তার মৃত্যু হয়েছে। পেশায় তিনি ছিলেন গাড়ি চালক। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। বিরোধী দলগুলি বলছে জয়নগরের পর ফের দক্ষিণ ২৪ পরগনায় খুনের ঘটনা। শাসক দল আঙুল তুলছে পাল্টা বিরোধীদের দিকেই। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোন ব্যবসায়িক শত্রুতা নাকি কোন রাজনৈতিক শত্রুতা তা খতিয়ে দেখতে পরিবারকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

   

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দাস বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে, এলাকায় বিজেপি এবং সিপিআই(এম) যৌথভাবে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছিলেন। তবে এলাকায় শেখের জনপ্রিয়তার কারণে স্বতন্ত্র জিততে পারেননি। তারপর থেকে, তারা তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে”। অভিযোগ উড়িয়ে দিয়ে, বিজেপি এবং সিপিআই(এম) উভয়ই বলেছে, ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ফলাফল হিসেবে।