Purba Medinipur: হাওড়া যেতে গিয়ে আটকাল পুলিশ, গরমে তিতিবিরক্ত শুভেন্দু হারালেন মেজাজ

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা সমালোচনামূলক মন্তব্য করায় প্রতিবাদ হিংসাত্মক। এর জেরে হাওড়া ও মুর্শিদাবাদের একাংশে জারি ১৪৪ ধারা। এই অবস্থায় কোনওভাবেই হাওড়ায়…

Suvendu Adhikari

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা সমালোচনামূলক মন্তব্য করায় প্রতিবাদ হিংসাত্মক। এর জেরে হাওড়া ও মুর্শিদাবাদের একাংশে জারি ১৪৪ ধারা। এই অবস্থায় কোনওভাবেই হাওড়ায় যেতে পারবেন না। এমনই চিঠি দিয়ে জানিয়েছে পুলিশ। প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)যাত্রা শুরু করতেই তৎপর প্রশাসন। পূর্ব মেদিনীপুরের রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ।

গরমে তিতিবিরক্ত বিরোধী দলনেতা মেজাজ হারান। তিনি বলেন, উত্তর প্রদেশের মতো চাবকে দিতে হয়। সেখানে হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে।

পুলিশকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা বলেন, কেন আপনারা আটকাচ্ছেন। কলকাতা যেতে বাধা কোথায়? আমার সেখানে কর্মসূচি আছে। বিজেপির ধর্না মঞ্চে যাব। কিন্তু পুলিশ তাঁর গাড়ি ছাড়েনি।

ঘর্মাক্ত শুভেন্দু অধিকারী বলেন, হিংসাত্মক পরিবেশ দমন করতে পারছে না পুলিশ। এর পরেই তিনি বলেন, এসপি বলছেন ডিজিকে, ডিজি বলছেন পিসিকে। এই চলছে। আর আমাকে আটকে রেখেছে পিসি ভাইপোর পুলিশ।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীকে পুলিশ নিজেদের গাড়িতে কলকাতা পাঠানোর বার্তা দেয়। রাজি হননি বিরোধী দলনেতা। সূত্রের খবর, তিনি বুলেটপ্রুফ সরকারি গাড়ি ছাড়তে চাননি।

শনিবার হাওড়া ঢুকতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকানহত মজুমদার। হাওড়া ঢোকার মুখেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই উলুবেড়িয়া যাওয়ার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা। কিন্তু রবিবার সকাল থেকেই তাঁর হাওড়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয় কাঁথি থানার পুলিশ। পরে

পুলিশের বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারী বলেন, এই কাজ যদি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দেখাত তাহলে এতগুলো মানুষের ক্ষতি হতো না। গর্ভবতী মাকে ধুলাগড় টোলপ্লাজাতে আটকে রাখা হয়েছে। এর থেকে লজ্জাজনক কিছু হয় না। একাধিক জেলায় সাধারণ মানুষকে আটোকে এখে তান্ডব চালানো হয়েছে। এরা কোথায় ছিল? জঙ্গলের রাজত্বে বাস করছি। পুলিশ নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ঝাড়খণ্ডের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন রাঁচিতেও অন্য সরকার রয়েছে। রাস্তা ঘিরেছিল সেখানেও কি পদক্ষেপ নিয়েছে দেখেছেন। এখানকার অপদার্থ মুখ্যমন্ত্রী হাতজোড় করে বলছে। আমি ঢুকতে না দেওয়া হলে আমি গাড়িও থেকে নামব না। আমি দীর্ঘ দিনের জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে শুভেন্দুর বক্তব্য, আগের বাম আমলেও এই ধরনের জিনিস হত না।