পাঁচ জনকে পিটিয়ে মেরেছি, আপনারাও মারুন, দলীয় কর্মীদের বার্তা BJP নেতার

বিজেপি (BJP) নেতা জ্ঞান দেব আহুজার মন্তব্যে গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এখনও অবধি…

বিজেপি (BJP) নেতা জ্ঞান দেব আহুজার মন্তব্যে গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এখনও অবধি ৫ জনকে পিটিয়ে মেরেছি, আপনারাও মারুন’।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অবধি বিজেপি নেতার এই ভিডিও শেয়ার করে ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। জ্ঞান দেব বলেছেন, ‘এখনও অবধি আমরা পাঁচজনকে পিটিয়ে মেরেছি। আমরা তো আমাদের কর্মকর্তাদের ছাড় দিয়ে রেখেছি, স্পষ্ট বলাই আছে মারো।’

রাজস্থানের বিজেপি নেতা জ্ঞান দেব আহুজা রাকবার খান এবং পেহলু খানের গটপিটুনির কথা সরাসরি উল্লেখ করে।একটি ২০১৭ সালে, অন্যটি ২০১৮ সালে – রামগড়ে ঘটেছিল, যে এলাকা থেকে জ্ঞান দেব আহুজা বিধায়ক ছিলেন, যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় ছিল। তবে তিনি আর কোন তিনটি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৯ সালে পেহলু খান হত্যার ছয় অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল তবে রাজ্যের কংগ্রেস সরকারের একটি আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। রাকবার খান হত্যার ঘটনায় স্থানীয় আদালতে এখনও বিচার চলছে।