assam: বিধানসভা দখলের বছর ঘুরতেই বড় সাফল্য পেল বিজেপি

রাজ্যের বিধানসভা দখলের এক বছরের মধ্যেই বড় সাফল্য পেল অসম (assam) বিজেপি। পুরসভা নির্বাচনে বিপুল সাফল্য এল এনডিএ শিবিরে। বিজেপি একার ক্ষমতায় দখল করল ৭৪টি…

bjp got huge victory in assam

রাজ্যের বিধানসভা দখলের এক বছরের মধ্যেই বড় সাফল্য পেল অসম (assam) বিজেপি। পুরসভা নির্বাচনে বিপুল সাফল্য এল এনডিএ শিবিরে। বিজেপি একার ক্ষমতায় দখল করল ৭৪টি পুরসভা। এনডিএ জোট শরিক অসম গণপরিষদের দখলে গেল ২টি পুরসভা। প্রায় ৯৫ শতাংশ ওয়ার্ড নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে গেরুয়া জোট।

গত রবিবার অসমের ৮০ পুরসভায় ভোট গ্রহণ হয়। বুধবার ছিল সেই ভোটের গণনা। আর তাতেই দেখা গিয়েছে চমক। মোট ৯৭৭টি ওয়ার্ডে ভোট হয়েছিল। যার মধ্যে ৮০৭টি গিয়েছে এনডিএ জোটের দখলে। এই ৮০৭-এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৭৪২টি আসন। আর শরিক অসম গণ পরিষদের দখলে গিয়েছে ৬৫টি আসন। বিরোধী কংগ্রেসের প্রার্থীরা ৭১টি আসনে জয়লাভ করেছে। অন্যান্যদের দখলে গিয়েছ ৯৯টি আসন।

bjp got huge victory in assam

উল্লেখ্যোগ্য বিষয় হচ্ছে সপ্তাহ খানেক আগেই পশ্চিমবঙ্গে পুরভোট সম্পন্ন হয়েছে। যেখানে বিপুল সাফল্য পেয়েছে শাসক তৃণমূল। কোথাও বিরোধীদের চিহ্ন নেই বললেই চলে। কিন্তু সেই ভোটে ব্যাপক কারচুপি এবং হিংসার অভিযোগ উঠেছে। অসমের মাটিতে তেমন কোনও অভিযোগ নেই। যা আগামী দিনে বঙ্গ বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে।

এই সাফল্যের পরে ট্যুইট করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, “প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এই বিশাল জনাদেশ আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদের অগ্রগতির এজেন্ডাকে নতুন উদ্যমে নিয়ে যেতে।” সেই সঙ্গে এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

bjp got huge victory in assam

বিপুল জনসমর্থনের জন্য অসমবাসীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি কর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূবে তাকাও নীতিকে অসমবাসী গ্রহণ করেছে তার বড় প্রমাণ মিলেছে পুরসভা নির্বাচনের ফলাফলে।” ত্রিপুরার মুখ্যমন্ত্রীও একই কায়দায় অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে অসমবাসী যে ভরসা রেখেছেন তার বড় প্রমাণ মিলল এই পুরসভার ভোটের ফলাফলে।”