Pulwama: কাশ্মীরে জঙ্গিদের হামলার শিকার বাংলার শ্রমিক

আবারও অশান্ত জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। এবার জঙ্গিদের নিশানায় পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইট অনুযায়ী, পুলওয়ামায় পশ্চিমবঙ্গের মুনিরুল ইসলাম নামে…

আবারও অশান্ত জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। এবার জঙ্গিদের নিশানায় পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইট অনুযায়ী, পুলওয়ামায় পশ্চিমবঙ্গের মুনিরুল ইসলাম নামে এক শ্রমিকের ওপর গুলি চালায় জঙ্গিরা।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই শ্রমিককে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যেখানে তার অবস্থা স্থিতিশীল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। শুক্রবার সকালে উগারগুন্দ এলাকায় এই ঘটনা ঘটে। তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

জম্মু ও কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার  সেনাবাহিনীর সঙ্গে মিলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদের (জেইএম) একটি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে এবং অপরাধমূলক উপাদান এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অবন্তীপোরার পুলিশ সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এর সাথে সৈয়দাবাদ পাস্তুনা ত্রালের বনাঞ্চলে একটি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।