Assam: কর্মী খুনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বজরং দল

অসমের (Assam) করিমগঞ্জ জেলায় বজরং দলের এক কর্মী খুনের ঘটনায় বিবৃতি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটি দাবি করেছে যে তাদের কর্মীকে ‘জিহাদিরা’ হত্যা করেছে।

Bajrang Dal

অসমের (Assam) করিমগঞ্জ জেলায় বজরং দলের এক কর্মী খুনের ঘটনায় বিবৃতি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটি দাবি করেছে যে তাদের কর্মীকে ‘জিহাদিরা’ হত্যা করেছে। গোটা ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভিএইচপি। সংগঠনটির দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

গত দুই বছরে, নয়জন বজরং দলের কর্মী নিহত হয়েছে এবং ৩২ জন জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়েছে। ১৭ এবং ১৮ জানুয়ারী, বজরং দল সারা দেশে জেলা সদরে বিক্ষোভ করবে এবং জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে স্মারকলিপি জমা দেবে।

করিমগঞ্জ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাজারিচেরা থানার লয়ারপুয়া এলাকায় গত ৭ জানুয়ারি খুন হন সম্ভু কৈরি। পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলায় বজরং দলের তিন দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে করিমগঞ্জ জেলায় ফিরছিলেন কয়রি।