মণিপুরে পাঁচ পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার (Drugs recovered) করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এই পুলিশকর্মীরা পুলিশের গাড়িতে করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদক ইম্ফলে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।
সোমবার কাকিং পুলিশের সুপারিনটেনডেন্ট শ্রে ভাটস বলেন, জাতীয় সড়ক ১০২-এর কুরাওপোকপি এলাকায় তদন্তের সময় মাদক উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। মারুতি জিপসিতে করে ইম্ফল যাচ্ছিলেন এই পুলিশকর্মীরা। গ্রেফতারকৃতরা হলেন হাবিলদার আচৌবা সিং, কনস্টেবল ওয়াই দিনেশ্বর সিং এবং রাইফেলম্যান সুভাষ, এম প্রেমচন্দ্র সিং এবং এন ডোরেন্দ্রজিৎ সিং।
১.৩৩ কেজি হেরোইন ও ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট
পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কাছ থেকে ১ দশমিক ৩৩ কেজি হেরোইন ও ৮০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এক পুলিশ সদস্যের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কাকিং থানায় হস্তান্তর করা হয়েছে।