Income Tax Raid: হাজারিবাগে বিপুল টাকা সহ পার্থ ঘনিষ্ঠ কে ছিলেন? রহস্যভেদ

  প্রচুর টাকা ভর্তি ব্যাগ নিয়ে হাজারিবাগে উপস্থিত হয়েছেন পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁর খোঁজেই আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়েছিল। অবশেষে সিসিটিভি ফুটেজে তাঁর…

 

প্রচুর টাকা ভর্তি ব্যাগ নিয়ে হাজারিবাগে উপস্থিত হয়েছেন পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁর খোঁজেই আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়েছিল। অবশেষে সিসিটিভি ফুটেজে তাঁর ছবি দেখতে পেলেন আয়কর বিভাগের অফিসাররা। দাবি করা হয়, তিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কৌস্তভ রায়। নিজেকে পার্থ ঘনিষ্ঠ বলে দাবি করলেও মোটেই টাকা পাচারের জন্য যাননি বলে জানিয়েছেন তিনি। বরং হাজারিবাগে নিজের গাড়ি নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন কৌস্তভ।

সূত্রের খবর ছিল, বিপুল অঙ্কের টাকা পাচার করার দায়িত্ব নিয়েছিলেন পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তি। শনিবার তাঁরই খোঁজে ওই হোটেলে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। আগে থেকেই আয়কর দফতরের কাছে খবর ছিল ভাণ্ডারা পার্ক এলাকার একটি হোটেলে উঠেছেন ওই ব্যক্তি। সেই মতো উপস্থিত হয় আয়কর বিভাগের অফিসাররা। কিন্তু হোটেলে আয়কর বিভাফের কর্মীরা উপস্থিত হওয়ার আগে গা ঢাকা দেন ওই ব্যক্তি।

সঙ্গে সঙ্গে ওই এলাকার ঘিরে চলে তল্লাশি অভিযান। কিন্তু কনভাবেই পার্থ ঘনিষ্ঠ ব্যক্তির খোঁজ মেলেনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে আট ঘণ্টা ওই হোটেলে তল্লাশি চলে। কিন্তু কোনও ভাবে পার্থ-ঘনিষ্ঠকে ধরা যায়নি। তবে হোটেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন, কলকাতা থেকে সরকারি গাড়ি চেপে সেখানে পৌঁছন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে ছিল ঢাউস একটি ব্যাগ।

সংবাদসংস্থার সঙ্গে যুক্ত থাকলেও এর আগে বহুবার প্রকাশ্যে তৃণমূলের হয়ে সভা করতে দেখা গেছে কৌস্তভকে। আবার সাংবাদিক পরিচয় দিয়ে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে উপস্থিত হয়ে রাজ্য সরকারের বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। তা নিয়েও বিতর্কের ঝড় বইতে শুরু করেছিল। তবে সংবাদমাধ্যমে কাজ সুবাদে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা স্বীকার করেছেন তিনি। তবে টাকা তাঁর ব্যাগে ছিল না বলেও দাবি করেছেন কৌস্তভ।