তিন দশকের বেশি আগে কাশ্মীরের মাটিতে ঘটে যাওয়া পণ্ডিতদের উচ্ছেদ ও মর্মান্তিক গণহত্যা নিয়ে তৈরি সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে চর্চা শুরু হয়েছে সমগ্র দেশ জুড়ে। খোদ প্রধানমন্ত্রী ওই ছবির প্রশংসা করেছেন। দেশের বহু রাজ্যে শুল্কমুক্ত করা হয়েছে ছবিটি। কিন্তু সেই ছবি বন্ধের দাবি তুললেন অসমের সাংসদ বদরুদ্দিন আজমল।
সর্বভারতীয় ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান এবং অসমের ধুবুরি কেন্দ্রের সাংসদ তিনি। নাগরিকপঞ্জি থেকে শুরু করে নাগরিকত্ব আইন সবক্ষেত্রেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। গত বছর ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে অবিজেপি জোটের সমর্থন জানিয়েছিলেন তিনি। যদিও সাফল্য আসেনি। তবে বিজেপির নেতাকর্মীদের উছ্বাসের অঙ্গ ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।
এখনও পর্যন্ত সিনেমাটি দেখেন তিনি সাংসদ বদরুদ্দিন আজমল। তবে প্রতিক্রিয়া দেখে আশঙ্কা প্রকাশ করেছেন। সেই কারণেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, “আমি দ্য কাশ্মীর ফাইলস দেখিনি। কেন্দ্রীয় সরকার, অসম সরকারের এই সিনেমাটা নিষিদ্ধ করা উচিত কারণ এটি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে। বর্তমান ভারতে পরিস্থিতি একই নয়… কাশ্মীরের বাইরেও অনেক ঘটনা ঘটেছে, অসমের নেলির ঘটনাও তাদের মধ্যে অন্তম। কিন্তু সেগুলির উপর কোনও সিনেমা নেই।”
অন্যদিকে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি শুল্কমুক্ত ঘোষণা করা হয়েছে অসমে। খোদ মুখ্যমন্ত্রী ছবিটি দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে ওই ছবি দেখার জন্য ছুটি ঘোষণা করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন যে অসমের সকল রাজ্য সরকারী কর্মীকে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ দেখার জন্য অর্ধ দিবস ছুটি দেওয়া হবে। ওই বিশেষ সুবিধা পাওয়ার জন্য কেবলমাত্র কর্মীদের উর্ধতন কর্তৃপক্ষকে জানালেই হবে। তবে ছুটি নেওয়ার পরের দিন টিকিট দেখাতে হবে।