২৬ শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। ইতিমধ্যেই বিভিন্নভাবে দলের প্রচার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নতুন জার্সির আত্মপ্রকাশে নতুনত্বে সকলকে চমকে দিল রাজস্থান রয়্যালস।
গোটা ঘটনার একটি ভিডিও সামনে এনেছে রয়্যালস। যেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার স্টান্ট পারফর্মার রবি ম্যাডিসন একটি গোপন পার্সেল নিচ্ছেন। তাঁর কাছে তখন খবর আসে যে সোয়াই মান সিং স্টেডিয়ামের গেট ৫ মিনিটে বন্ধ হয়ে যাবে। এরপর বাইক নিয়ে শহরের পথে স্টান্ট দেখাতে দেখাতে যাত্রা শুরু করেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে তিনি যান। তালিকায় আছে আমের দুর্গ, পত্রিকা গেট ও জলমহল লেক। জাম্প মেরে তো কখনও ড্রিফট করে তিনি পৌঁছন স্টেডিয়ামে। সেখানে গিয়ে সেই গোপন পার্সেলটা তুলে দেন অধিনায়ক সঞ্জু স্যামসনের হাতে। পার্সেলে দেখা যায় সেটা নতুন জার্সি। এই জার্সি আত্মপ্রকাশে প্লেয়ারদের মধ্যে ছিলেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল ও রিয়ান পরাগ। আগের মতই জার্সির রং একই রাখা হয়েছে। গোলাপি রংয়ের জার্সি। হাতা নীল রংয়ের। নীল রংয়ের প্যান্ট। এবার বদল হয়েছে স্পনসরে।
<
p style=”text-align: justify;”>স্টান্ট নিয়ে সঞ্জু স্যামসন জানিয়েছেন, “এটা দারুণ ছিল। রবি দারুণ স্টান্ট করেছে, সামনাসামনি এই প্রথমবার এরকম স্টান্ট দেখলাম। ক্রিকেট ছাড়ার পর এইধরনের স্টান্ট চেষ্টা করব।” যুজবেন্দ্র চাহাল বলেন, “পুরো ঘটনাতেই আমি মুগ্ধ। আমি অবাক হয়ে গিয়েছিলাম এইভাবে ভয়ডরহীনভাবে কী করে স্টান্টটা করল।” রয়্যালসের CEO জেক লুস ম্যাকক্রাম জানান, “আমরা নতুন জার্সি এনে খুব আনন্দিত। রাজস্থানের ঐতিহ্যবাহী লেহেরিয়া প্যাটার্নে তৈরি। আমরা এমন একটা জার্সি তৈরি করতে চেয়েছিলাম যেটা সব সমর্থকরা পড়তে পারেন। প্রতিবছর আমরা রেড বুলের সঙ্গে যুক্ত হয়ে জার্সি আত্মপ্রকাশ করি। সেটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করি। এবার এটা অন্য মাত্রায় চলে গেছে। এই ভিডিওর মাধ্যমে বিশ্বকে রাজস্থানের কিছুটা ঝলক দেখাতে পেরেছি।