‘দ্যা কাশ্মীর ফাইলস’ দেখতে ছুটি ঘোষণা অসমে

দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রী নির্মিত সিনেমা ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। খোদ প্রধানমন্ত্রী ওই ছবির প্রশংসা করে সকলকে দেখার আবেদন জানিয়েছেন।…

Assam announces holiday to watch 'The Kashmir Files'

দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রী নির্মিত সিনেমা ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। খোদ প্রধানমন্ত্রী ওই ছবির প্রশংসা করে সকলকে দেখার আবেদন জানিয়েছেন। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ছবিটি শুল্কমুক্ত ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী ছবিটি দেখেছেন। যা মুগ্ধ করেছে ওই রাজ্যের প্রশাসনিক প্রধান হিমন্ত বিশ্বশর্মাকে। তারপরেই ওই ছবি দেখার জন্য ছুটি ঘোষণা করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন যে অসমের সকল রাজ্য সরকারী কর্মীকে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ দেখার জন্য অর্ধ দিবস ছুটি দেওয়া হবে। ওই বিশেষ সুবিধা পাওয়ার জন্য কেবলমাত্র কর্মীদের উর্ধতন কর্তৃপক্ষকে জানালেই হবে। তবে ছুটি নেওয়ার পরের দিন টিকিট দেখাতে হবে।

১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে ছবি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী অভিনীত এই ছবি ঘিরে আলোড়ন পরে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে ওই ছবি। সেই সঙ্গে অবিজেপি দলগুলি ছবির মাধ্যমে বিদ্বেষ এবং রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগ করেছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। যদিও সেই সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। উলটে জোরকদমে চলছে ”দ্যা কাশ্মীর ফাইলস”-এর প্রচার।

সিনেমার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসঙ্গে মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, “অসমে মানুষ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। অনেকেই কাশ্মীরের সঙ্গে অসমের তুলনা করে থাকেন। সেই সময়ে অর্থাৎ ১৯৯০ সালে অহিংসায় বিশ্বাসী কাশ্মীরি পণ্ডিতরা ওই প্রতিকূলতার মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না। তাঁদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য তৎকালীন সরকারের উপর নির্ভর করতে হয়েছিল।”