Assam-Meghalaya Border: রক্তাক্ত অসম-মেঘালয় আন্ত:রাজ্য সীমানা, নিহত কমপক্ষে ৬ জন

ভয়াবহ পরিস্থিতি। ফের অসমের লাগোয়া আন্ত:রাজ্য সীমানা রক্তাক্ত হয়ে গেল। এবার অসম-মেঘালয়ের লাগোয়া এলাকায় (Assam-Meghalaya Border) চলেছে গুলি। কমপক্ষে ৬ জন নিহত। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড…

ভয়াবহ পরিস্থিতি। ফের অসমের লাগোয়া আন্ত:রাজ্য সীমানা রক্তাক্ত হয়ে গেল। এবার অসম-মেঘালয়ের লাগোয়া এলাকায় (Assam-Meghalaya Border) চলেছে গুলি। কমপক্ষে ৬ জন নিহত। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা উদ্বিগ্ন। অন্যদিকে অসম সরকার নীরব। তাৎপর্যপূর্ণ দুটি রাজ্যেই এনডিএ সরকার।

Advertisements

এর আগে অসম ও মিজোরাম আম্তরাজ্য সীমানায় দুটি রাজ্যের পুলিশ সংঘর্ষে মৃত্যু হয় অসমের পাঁচ পুলিশকর্মীর।

Advertisements

এবার অসম সরকারের বনরক্ষীদের গুলিতে নিহতরা সবাই মেঘালয়ের বাসিন্দা। এই ঘটনা পশ্চিম জয়ন্তীয়া পাহাড় এলাকায় ঘটেছে। এলাকায় প্রবল উত্তেজনা। গুজব রুখতে মেঘালয়ের সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

মেঘালয় পুলিশের দাবি, কাঠ কুড়িয়ে একটি ভ্যান গাড়িতে গ্রামবাসীরা ফিরছিলেন। সন্দেহের কারণে তাদের আটকায় অসমের বনরক্ষীরা। গ্রামবাসীদের চোরাকারবারী সন্দেহ করে গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা।

অসমের বনরক্ষীরা গুলি চালাতেই গাড়ি থেকে নেমে গ্রামবাসীরা চিৎকার শুরু করেন। আসে পাশের গ্রামবাসীরা ছুটে আসেন। এবার আক্রান্ত হয় অসমের বনরক্ষীরা। আত্মরক্ষায় বনরক্ষীরা গুলি চালায়।

সংঘর্ষে মেঘালয়ের ৫ জন এবং অসমের ১ বন আধিকারিক নিহত বলে জানা যাচ্ছে। পরিস্থিতি রীতিমতো ভয়াবহ।